আন্তর্জালে বন্ধুত্বের আকুতির প্রতিলিখন

আমার বন্ধু হবে? আমি...


আমি অরকূটে আছি আজ কবছর হল। আমার বন্ধু হবার আগে আমার সম্পর্কে জেনে না ভাল করে।

 

আমি রাতে কাজ করি। আমি রাতের মোহিনী রূপ দিনের আলোর থেকে বেশি ভাল বাসি। আমি ভালবাসি রাতে কাজ করতে। আমি সামাজিক বিদ্রোহীনি। আমি রাজনীতি বুঝিনা, বুঝতেচানা। রাজনীতির পাঁক আমাকে শত চেষ্টা করে কলুষিত করতে পারেনি। সে কবে থেকে এই অন্তহীন প্রতিযোগিতা চলছে। আমি বখন ২৪ নম্বর বর্ষায় ভিজছি। খুব ছেলেবেলায় যৌথ পরিবারের রাজনীতি, তারপর স্কুল বা কলেজে কোথা রাজনীতির বিষাক্ত বাতাস আমার নাকে প্রবেশ করেনিকারণ আমি ফিল্টার বযবহার করে থাকি! কি রকম? সে আমার সিক্রেট সংখ্যা তত্ত্বের নামে আমার গায়ে জ্বর আসে। অঙ্কে পাশ করার কথা আমি সম্পূর্ণ সুস্থ অবস্থায়ও কোনওদিন ভাবিনি কিন্তু কি করে জানি না আমি মোটামুটি ৬০/৭০ নম্বর পেয়ে যেতাম আর আমি নিজের তা নিয়ে হাসাহাসি করতাম। আমার বাবা মায়ের যৌথ উদ্যোগ আমাকে অঙ্ক ভালবাসতে শেখাতে পারেনি। তাঁরা দুজনেই শিক্ষতার পেশায় আছেন। দুজনেই অঙ্কে পি এইচ ডিঅঙ্ক হল রাজনীতির অদৃশ্য হাতিয়ার আর আমি রাজনীতিকে, থাক যা মনে আসছে তা লেখা যাবেনা , এক কথায় আমি রাজনীতিকে ঘৃণা করি।


আমি টানা তিন দিন ধরে কটানা ব পড়তে পারি, ভালবাসি। আমি সাহিত্য নিয়েনর্গল আলোচনা করে যেতে পারি। কাউকে বোর না করে কথা  
দিচ্ছি সাহিত্য বা তার ইতিহাস আমার মনে নেশা ধরায়। যে কোন ভাষার সাহিত্য আমি উদ্ধার করে নিতে পারি।  যদিও অনুবাদের ঘি কটু কম খাঁটি হয়ে পড়ে তবু আমি কাজ চালিয়ে নি তবে বাংলা, হিন্দি, রেজী এই তিন ভাষায় আমি বেশ সহজ। সাহিত্য নিয়ে আমি কা থাকতে পারি। দয়া করে লিখতে বলোনা আমাকে। আমি খুব খারাপ লিখি। সাহিত্য আমার অন্তরমহলে অন্তরী প্রেম। তাকে ভালবাসি কিন্তু ছুঁতে পারিনা তা লিখতে পারিনা।


আমি ধর্মে বিশ্বাস করিনা। ঠিক বলা হল না। আমি ধর্মের বেসাতি করা দোকানগুলো বন্ধ করে দিতে চাই, বিশ্বাস করাতো দূরের কথা। টা আমার ব্যক্তিগত মতামত। যে কোন ধর্মের জন্যই আমার চিন্তা অন্যরকম। ধর্ম মানুষকে বিভাজিত করে বসেছে সে আদিম যুগ থেকে এই ব্যাপারে আমি কোন নতুন তত্ত্ব বা তথ্য গ্রহন করতে নারাজ। আমি মেয়ে। আমি তনয়া। আমি নারী। আমার নাকি ধর্মে মতি না হলে সমাজে বাঁচা মুশকিল কিন্তু আমি দিব্যি আছি, বেশ সুখে আছি। আমি আলাদা তো শুরুতে বলেছি  আমি রাতে কাজ করতে ভালবাসি। আমি দিনে ঘুমা আর রাতে কাজ করি। আমার রূপ দেখে শুধু পুরুষ নয় নারী ফিদা হয়ে থাকেন। প্রখ্যাত ফিল্ম ডায়রেক্টার আমাকে ডিশানে ডেকেছিলেন ক চটুল দুধয়ালীর চরিত্রে ভিনয় করার জন্য।  আমি সে দুধের গেলাস উলটে দিয়েছিলাম কারণ সেখানে রাজনীতি কা নয় সঙ্গে� ধর্মের আফিংয়ালারাছিল।


আমি কার্টুন দেখতে খবু ভালবাসি। কি রকম ভালবাসি তার কটা দাহরন দি। আমার মাসতুদিদির বিয়েতে গিয়ে আমি মাসির বাড়ির কেয়ারটেকার যাকে আমি চিনতাম না তার ঘরে গিয়ে লুকিয়ে লুকিয়ে সব কার্টুন চ্যানেলগুলো দেখেছি বাড়ির লোকেদের টনক না নড়া পর্যন্ত। আমি সারা পৃথিবীর সব কার্টুনের বই, সিডি, ভিসিডি, ডিভিডি চ্যানেল বিষয়ে নিজেকে আপডেট করে রাখি। কি জানি যদি কিছু মিস হয়ে যায়! তবে আমি কার্টুনে পর্ণোগ্রাফী দেখিনা আমার মন মানসিক বিকৃতি নে আর সব তো প্র্যাকটিকাল করা যায় তা আমি এইসব থেকে দূরে থাকি।


আমি সিনেমা হলে বসে শীস দিয়ে গান করতে করতে সিনেমা দেখি আর ছেলেরা আমাকে দেখে। রা আমাকে আয়াজ দেয় আর আমি আমার শীস দেয়া আর সিনেমা দেখায় মন দি তখন। আমি ভুলভাল লোকের পর চেঁচা, ভিশাপ দি প্রায় রোজই। তবে আমি কুকথা বা গালি গালাজ করিনা।টা আমার রুচি বিরুদ্ধ


আমি বৃষ্টি ভালবাসি। বৃষ্টির জল ছলাত ছল আমার প্রিয় ছন্দ। আমি কা কাই বৃষ্টিতে ভিজে থাকি কারণ আমার মত বৃষ্টি ভালবাসে ’রকম কাউকে আমি চিনিনা। আমি কার জন্য অপেক্ষা করতে চানা বা করিনা কিন্তু আমি আমার বন্ধু বা অন্যদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিয়ে থাকি। কেউ কিছু বললে আমি ক গাল হেসে ‘সরি’ বলি আর সবার আমাকে কাছে টেনে নেয় কেন জানিনা!  আমি টাটানিক, দ্যা মুভি, একদম পছন্দ করিনা আমি সবার সামনে বলছি, 'হেট টাটানিক, দ্যা মুভি', কেউ খারাপ পেলে বা রেগে গেলে আমি আমার মত পরিবর্তকরছিনা। তবে আমি খুব সিনেমা দেখি। 'ব্ল্যা' বা 'বীর-জারা' বা ''স্বদেশ' বা 'রেণ-কোট' সিনেমাগুলো দেখে আমি নেক কিছু শিখেছি সিনেমা আমার কাছে সব চেয়ে শক্তিশালী শিক্ষার মাধ্যম। অপর্ণা সেন, মীরা নায়ার, দীপা মেহেতা, সঞ্জয় লীলা বনশালী, যশ চোপড়া দের সবার অন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া উচিত। কবে যে গোবর পোরা মাথাগুলোতে কটু বুদ্ধি হবে, কে জানে!

আমি যাদের ভালবেসেছি তারা কেউই আমাকে ভালবাসেনি। যারা আমাকে ভালবাসে তারা কেউই আমার কাছ থেকে সাড়া পায়নি ভালবাসা মুখী, ভালবাসা জলের মত ক দিকের চলে বলে আমার বদ্ধমূল ধারণা। তা আমাকে কে ভালবাসার কথা বললে আমি আগে থেকে তাকে সতর্ক করে দি যাতে পরে কষ্ট না হয় কারণ আমি ভালবাসার ধর্ম তার পাকাপাকি বাসা কোথায় জানি। আমি কাউকে ভালবেসে আশা করিনা বরং আর ভালবাসি। বেশ গোলমেলে, তাই না? ওই যে শুরুতে বলেছি আমি অঙ্কে কাঁচা আর আমি অঙ্ক করে বাঁচতে চারনা। আমি এক ভগ্ন হৃদয়া, হার্ট ব্রেক। তবে আমি নেক বেশি হার্ট ব্রেকের কারণ আমি তা জানি। আমি এখনও আস্ত আছি, বিন্দাস। কিন্তু আমার কাছ থেকে প্রত্যাখাত হয়ে  ভগ্ন হৃদয়ের সংখ্যা অনেক বেশি, আমি জানি , দেখিতো তাদের, কেমন যেন তাড়াতাড়ি মরার চেষ্টা করে যাচ্ছে ওরা।


আমি রক মিজিক ভালবাসি। আমি রক স্টারদের সমালোচনা একেবারের পছন্দ করিনা। আধুনিক হু হা ব্যর্থ নকল মিজিকে আমার এলার্জী। যারা রক মিজিক র বদনাম করে তাদের আমি করুণা করি। কারণ তারা মনে করে রক মিজিক ছেলেদের ব্যাপার তারা জানেনা রকের মধ্যে কি মাদকতা আছে আর আমি মাদকতা ভালবাসি। মেয়েরা কি ছেলেদের থেকে কিছু কম যায় নাকি মাতাল হয়ার ব্যাপারে?

 

আমি চায়ের থেকে কোক বেশী পছন্দ করি। আমার মন খারাপ হলে আমি কা ঘরের দরজা বন্ধ করে কাঁদি। আমার চোখের জল শুধু আমার আমি কাকে র ভাগ বা ভার দিতে চানাকে চালে না। আমি সোজা বলে দি যদি কে ক্যাবলামী করে আমার সামনে কট্টরও হতে পারি এ ব্যাপারে। কঠোরতা নারীসুলভ প্রগলভতা (rude & bitching) আমার জানা নয় সেটা আমি বেশ ভাল আয়ত্ত্ব করেছি কিন্তু আমি বেশ সযত্নে তাদের তুলে রাখি। পুরুষ নিজেকে বেশি চালাক মনে করলে আমি ময়দানে নামি আর তখন পুরুষের অদৃশ্য লজ্জা বোধও তাকে বাঁচাতে পারেনা। তবে আমি খুব শান্ত এমনিতে। আমি রাত্রিকে বেশি চাই, দিনের থেকে নেক বেশি।


আমি শুধু মাখন আর পাউরুটি খেয়ে সারাদিন কাটিয়ে দিতে পারি মনকি সারা জীবন চালাতে পারি মাখন আর পারুটি খেয়ে। আমার জন বাড়লে আমি নির্দ্বিধায় তাকে গ্রহন করি নিজেকে আয়ানায় আদর করি মোটা হবার কোনও ক্লেশ নেই। তবে আমি আবার ঝরে যাই। আজকাল আমার জন বাড়তির দিকে

 

আমি আমার নিজেরটা বুঝি কিন্তু কার থেকে আমি কিছু ছিনিয়ে নিনা আর তা আমি ঘৃণা করি। আমি অন্যের  কোন জিনিস ছুঁয়ে দেখিনা।


আমার ইচ্ছে হলে আমি হেসে উঠি, লুটিয়ে পড়ি হাসতে হাসতে। সে হাসি থামেনা সহজে। আমি সং র মত সাজতে পারিনা আমার মনে হয় রঙ চং মেখে সাজলে কেমন হারিয়ে যা আমি। পার্টিতে আমি সর্বাংগ আবৃতা হয়ে যায়ার জন্যে সুপরিচিতা। তবে তাতে ছাড় নেই। সবার চোখ আর বেশি কিছু খোঁজে তখন। আমার আর কটা সুনাম আছে আমি যা ছুঁ তার শেষ হয়ে যায় নষ্ট হয়ে যায়। আমি নাকি মাঙ্গলিক জ্যোতিষীরা বলে আমি মানিনা সব। আমি জানি আমার মনে কোন খেদ নেই। আমি আজ বধি যা করেছি সের সব আমি স্বীকার করিকোন দুঃখ, খেদ বা জ্বালা নে আমার মনে। আর নেই নিজেকে সঠিক প্রমা করার তাগিদ। আমি চেঁচালে বাড়ির ছাদে কাক চিল বসেনা বসতে পারেনা। আমার গলা তার সপ্তকে গেলে লোকে বোঝে যে কিছু কটা ঘটেছে যা সামলানো তাদের আয়ত্তের বারে। আমি আমার বন্ধুদের পাশে সব সময় থাকি। আমার বন্ধুরা আমার আপন। আমি যখন চলি তখন মনে করি এই পৃথিবীটা আমার। আমার পুরুষ, সে যে হোক, আমি তার সাথে থাকব আমি আমার ভালবাসার পুরুষকে সর্বদা আগলে রাখব।


আমি ঘন ঘন বদলে যা। আমার ঘন ঘন মুড চেঞ্জ হয় আর সবার হয় কি? আমি দেবী আজ তো কাল ডাকিনী। আমি মাঝ রাতে কা কা ডান্স ফ্লোরের একটা স্পট লাইটের নিচে নাচতে ভালবাসি। আমাকে মাতাল করে এই ভাবনা। আমি মদ্যপান করাকে ঘৃণা করি কিন্তু আমি সোমরস ছোট ছোট চুমুকে পান করতে খুব ভালবাসি। আমি প্রায়ই হতাশার হাতে নিজেকে সঁপে দিই। আবার নিজেকে সেখান থেকে বের করে আনি কা কাসায়কাট্রিস্টদের শ্যেন দৃষ্টি এখনও পড়েনি আমার পর আর আমি তাদের থেকে দূরে থাকব। আমাকে কে অনুকম্পা দান করলে আমি তাকে তার বদলে কড়া কড়া 'ভাষ-বড়ি'  গিলিয়ে ছাড়ি।


আমি চুল আচঁড়ানো কদম পছন্দ করিনা টা কটা বাহুল্য। তা আমি প্রা চুল কাটতে সালোনে যা। আমাকে দেখেতে কেমন এই নিয়ে আমার কোন মাথাব্যথা নেই। আমি নিজের ব্যাপারে বেশ সপ্রতিভ। আমি যখন কষ্টে থাকি তখন 'বেশ ভাল আছি' মার্কা হাসি নিয়ে চলতে পারি বেশ পারদর্শী আমি এই ব্যাপারে। আমি ভালাবাসার মানুষদের আঘাত করেছি বার বার। আমার এই বি-পি- তে কাজ করা আমার মা বাবা'মতে আমি তাদের দুঃখ্ দিয়েছি,  দিয়ে থাকি। আমি আজ বুঝিনা আমার মা বাবা আমাকে চেয়েছিলেন না কি আমি সে পড়েছিলাম! কিন্তু আমি
ওঁদের খুব ভালবাসি।

 

আমি অরকুটে কেন আসি? খানে কিছু বন্ধু আছে যাদের আমি দেখিনি, যাদের পাঠানো ছবি ঠিক তাদেরই ছবি কিনা জানিনা। তাই নিজের বিশ্বাস করার ক্ষমতা আছে এটা খুঁজে পাই। এই অদেখা অজানার সাথে সম্পর্ক রাখা বা বন্ধুত্ব করা বেশ মজা লাগে আমার। আমি নেটের কোন বন্ধুর সাথে প্রেম বা বিয়ের কথা ভাবিনা। যদি তা ঘটে তবে তার আগে অনেক পরিবর্তন ঘটার দরকার আছে আমার মধ্যে। আর সেটা প্রায় অসম্ভব। আমি নিজেকে জানার জন্য বা বোঝার জন্য মাইলের পর মাইল হাঁটতে পারি। কিন্তু হাঁটি না। আমি কখনোই নিজের কথা বলে শেষ করতে পারিনা, আমি আরোও অনেক কিছু, আমি নিজের ক্ষমতা শক্তি বা প্রাচুর্য্য কোন কিছুরই পরিমাপ করতে পারিনা। চেষ্টাও করিনা।

 

আমি রাতে কাজ করি, দিনে ঘুমাই। আমি সীমাহীন। আমার বন্ধু হবে? আমি অসীমা।

 

অসীমা নিশিগন্ধা

মুম্বাই