কর্পোরেট নূপুর


লেবুর জলে জিন
আছে ভাজা মীন
সঙ্গি সাথী সখা
প্রাণ খোলা কথা
বৃষ্টি ভাসা দুপুর
রিনরিনে নূপুর
খিচুড়ি সাথে ঝুরঝুরে
আলু ভাজা কুরকুরে
প্রস্তাব টা কেমন নীলা
বম্বে জ্বলছে ঘামে গিলা
কাছে দূরে হাতের পরশ
লাগছে ভাল বাড়ছে হরষ
জল জমেছে আজ শহরে
তাঁতের শাড়ী ছোট বহরে
শিথিল সখীর ফুলেল চাল
দুরস্ত এই জান যে বেহাল
গলা ভিজেছে প্রাণ মশগুল
একেলা ঘ্রাণে সখীর গুগুল
জিন করেছে কাজ ভাল
বৃষ্টি জলে চোখের আলো
এলিয়ে হৃদয় সখী পাশে
বসল এসে হাপর শ্বাসে
নিস্তরঙ্গ গভীর ছোঁয়া
সখীর অঙ্গ মাতন ধোওয়া
কলম হল শ্লথ আমার
বাজছে কোথায় রাগ বাহার
রাগ রাগিনীর মূর্চ্ছনা আজ
বাজিয়ে দিল মাতাল খরাজ
শহর যেন থমকে গেছে
এক হাঁটু জল মাত করেছে
ফোন করেছে সোনামাসী
নম্বর চায় পৌরপিতার
বয়ে গেছে ধরতে তার
কুম্ভকর্ণ কে এম সি
বুকের মাঝে কানামাছি
এখন কি করি বলো মন
শরীর তপ্ত পথে বরষণ
বেনে শহর মুম্বাই যে পুড়ছে
কলকাতা তো ধীরে ধীরে ডুবছে
এখন সব বুদ্ধি ভোঁতা
শুধু তোমার সঙ্গে থাকা
জিন শেষ, মীন শেষ - আড্ডার উদ্দমও
ভনভনে মাথা, ঘোলা চোখে কি খোঁজো
বললে না - বলবে না - নীরবে জ্বলবে?
অনুরাগ এমনি করে হাঁটু জলে ডুববে?
হায়রে কল্পনার এই বৃষ্টি ভেজা দুপুর;
ল্যাপটপে বাজছে কর্পোরেট নূপুর!


জুন, ১৩, ২০০৭

মুম্বাই