দ্বিধা
এত দ্বিধা, এত দ্বন্দ্ব কেন তব মনের মাঝে
কেন এই পথটুকু আসিতে সুদীর্ঘ সময় লাগে
সকাল হোল, ফর্সা আকাশ, তাকাও তুমি মুখ তুলে
সবুজ মাঠে বিবাগী কাল রাখাল, দেখ তুমি চোখ মেলে
নিশ্বাস নাও বুক ভরে
সুখের কাজল আঁখির পরে
অফুরান শীষ ধানের মাথায়
প্রাণ আছে প্রতিটি শাখায়
আরাম আছে ছেঁড়া কাঁথায়
সুখ তোমার রক্তিম শাঁখায়
তবু এত দ্বিধা কেন
মনে এত দ্বন্দ্ব কেন
ঝলমলে আলো ওই আকাশের গায়ে
সুখ - তুমি ছাড়া মোর নেই কেউ হায়
নীরব কেন তুমি মোর সৌদামিনি পরমা
এদিকে তাকাও মুখ ফিরিয়ে নিওনা শরমা
তোমার নীরবতা এক বোধ আমার কাছে
তোমার এই নৈঃশব্দ্যের এক ভাষা আছে
আর সেই ভাষা তুমি করেছ করায়ত্ত
আমি দেখি তোমার নীরব দিঠি চিরায়ত
তোমা হতে দূরে থাকি এ আমার ভাগ্য
তুমি মোর প্রাণস্পন্দন এ আমার সৌভাগ্য
তুমি আমি এক হলে সে হবে ধরিত্রীর পরম ভাগ্য।
জুলাই ০৭, ২০০৭
মুম্বাই