হে হরিণি কায়া


হে হরিণি কায়া পিছন পানে দেখনা তুমি
এখন বর্তমান এখন তুমি সদ্যজাতা
এখন তুমি নতুন
তুমি আবার সদ্যস্নাতা
সত্য এই বর্তমান
সত্য এই আঁখির টান
সত্য তোমার স্বত্তার জন্মভূমি
সত্য তোমার প্রেমে আলসেমি
সামনে দেখ দু’চোখ মেলে
উর্দ্ধে খোলা আকাশ নীলে খেলে
সমুখে উন্মুক্ত পথ দিগন্তে মিশেছে
তোমার আদুরে বেণী আবার হেসেছে
তুমি হাস, নবরঙ্গে রাঙ্গাও নিজেরে
তোমার বঙ্কিম গ্রীবা দেখে ফিরে ফিরে
কেউ নেই কোথা
হেথা তুমি একা
নিজের সাথে তুমি ও তোমার প্রেম
জীবনকে ভালবাস
আবার প্রাণ খুলে হাস
ছুঁয়ে দেখ সব আছে
তোমার প্রাণের কাছে
প্রেম সুখ নাও প্রেম বড় মোলায়েম
এস দুই বাহু বাড়ায়ে
বৃষ্টি ভেজা পাতা নাড়িয়ে
ফোঁটা ফোঁটা শ্বেদবিন্দু চোখের পাতায়
মুক্তা হয়ে কপোলে, সিঁথিতে, মাথায়
সমুখে উন্মুক্ত আঁচল পাতা পথ
দাঁড়ায়ে অনুভূতির রথ
দোঁহে মিলে মিশে যাও অনুভূতির অতলে
তুমি আবার নতুন নারী সপ্রেম অবতলে।


নভেম্বর ২২, ২০০৬

মুম্বাই