মুখ্যমন্ত্রীকে অশান্ত ১৮ এর খোলা চিঠি


মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখছি। আমি কে? আমি স্বরূপ বা স্বরূপা বা সুপুত্র বা সুকন্যা বা গোপাল বা গোপা যে কেউ হতে পারি। নাম আমার - অশান্ত ১৮ ধরে নিন। আমি সদ্য আঠেরোয় পা দিয়েছি। আমি কলেজে ফার্ষ্ট ইয়ারে পড়ি। বাবা মার খুব আদরের ও নজরের সন্তান আমি। মানে আমার ওপর আমার বাবা মায়ের সদা সতর্ক দৃষ্টি থাকে কারণ তাঁরা চান তাঁদের এক মাত্র সন্তান সঠিক পথে চালিত হয়ে মানুষের মত মানুষ হোক। এই চলার পথে মাঝে একান্তে কবি সুকান্তকে অনুভব করি। উনি একমাত্র এই আঠেরো বছরকে ঠিক ভাবে ছুঁতে পেরেছিলেন। মাঝে মাঝে শৃঙ্খলা ইত্যাদি নিয়ে ছুট-ফুট বকা-বচসা হলেও বাড়িতে আমি খুব নিরাপদ এবং কাঙ্খিত মানুষ। বেশ ভাল আছি কিন্তু আশঙ্কা মুক্ত জীবন মোটেই নয় আমার। আপনাকে কেন চিঠি লিখতে বসলাম!

হ্যাঁ, সেই কথা বলি। গত এক বছর ধরে বা তার একটু বেশি সময় ধরে খবরের কাগজে বা টি ভি তে দেখছি যে পশ্চিমবঙ্গে অনেক দেশি ও বিদেশি বিনিয়োগ আসছে। পশ্চিমবঙ্গে কৃষির অগ্রগতিতে আপনার সরকার বেশ সন্তুষ্ট। তাই এবার শিল্পে মনোনিবেশ করা যাক। আপনি নিজ উদ্যোগে বিভিন্ন স্তরের মানুষকে বিগত বছরগুলো ধরে বুঝিয়েছেন যে কেন শিল্পপতিরা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করবেন। টাটা, রিলায়েন্স, ভিডিওকন, উইপ্রো, ইনফোসিস থেকে শুরু করে আরও অনেক শিল্পসাম্রাজ্য তাদের রসদ পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে রাজিও হয়েছেন। এ বড় সুখের খবর। শুনেছি, পশ্চিমবঙ্গে অত্যাধুনিক রাস্তা, সেতু, উড়াল পুল, বিশেষ শিল্পাঞ্চল সব তৈরী হবে। কত বিশাল বিশাল অট্টালিকা তৈরী হবে। আমি আমার বুদ্ধি দিয়ে এই মহাযজ্ঞের ছবিটাকে দেখার চেষ্টা করি। কিন্তু মনের মধ্যে অনেক প্রশ্ন কিলবিল করে।

মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনার কাছে বিনীত ভাবে সেই প্রশ্নগুলি রাখছি। একটু সময় বের করে পড়বেন। আমি অবশ্য জানিনা কোন পত্রিকা বা মিডিয়াম আমার এই লেখা ছাপাবে। তবুও লিখছি কারণ বাবা বলেন মনের মধ্যে জন্মানো প্রশ্ন আর রান্না করা খাবার নষ্ট হতে দিতে নেই - এই দু’এর মধ্যেই ভগবান আছেন। ভগবান আছেন কিনা জানিনা তবে আমি বাবাকে খুব ভালবাসি তাই লিখছি -

• • এই মহাশিল্পায়ন কবে শুরু আর কবে শেষ হবে?
• • আমার বাবা - মা এই সুন্দর সৃষ্টি দেখতে পারবেন তো?
• • এই মহাশিল্পায়নের মহাপ্রসাদ কারা উভোগ করবেন?
• • কাদের কাদের নেওয়া হবে এই শিল্প গড়ে তোলার কাজে? সালিমেরা তো টাকা লাগাবেন শুধু - তাই না?
• • এই শিল্পায়নকে রূপ দিতে অনেক কাজের হাতের দরকার হবে। সেই হাতগুলোকে কাজ দেবার কোনও অঙ্গীকার কি আপনার সরকার করেছেন?
• • এই শিল্পায়ন পশ্চিমবঙ্গের ও ভারতের জিডিপি কে কিভাবে প্রভাবান্বিত করবে? করলে তার কোনও হিসাব কিতাব আছে কি?
• • আমার মত হবু সায়েন্স, আরটস বা কমার্স গ্র্যাজুয়েটদের কি ভূমিকা থাকবে এই মহাশিল্পায়নে?
• • কি ধরনের শিল্প গড়ে উঠবে এই বিশেষ শিল্পাঞ্চলগুলিতে?
• • পশ্চিমবঙ্গের বেশ কিছু সফল প্রাচীন শিল্প ছিল, সেগুলিকে আধুনিকীকরণের মধ্যে দিয়ে এই মহাশিল্পায়নের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে?

চট জলদি পাটের কথা মনে পড়ছে।
• • মহারাষ্ট্রের দাভোল - এনরন কান্ড থেকে আমরা কি কি শিক্ষা নিয়েছি যাতে এই স্বপ্নের শিল্পযজ্ঞ সুচারু রূপে সম্পন্ন করা যায়?
• • এই কর্মকান্ডের তদারকি বা মনিটারিং এর দায়িত্ব কার - বিনিয়োগকারীদের না সরকারের না কি দু’পক্ষেরই?
• • এই কর্মকান্ডে 'ভিজিলেন্স' এর দায়িত্ব কার থাকবে যাতে ক্ষতিকারক ভাবে কোনও নীতি লঙ্ঘিত না হয়?
• • কেন্দ্রিয় সরকারের কোনও ভূমিকা থাকবে কি? থাকলে সেটা কি রকম হবে? কেন্দ্রীয় সরকার চক্রান্ত করার মত জায়গায় থাকবেন না তো?
• • এই শিল্পায়নের নিরাপত্তার দায়িত্ব কি সি.আঈ.এস. এফ কে দেওয়া হবে না নতুন কিছু ভাবা হবে?
• • পশ্চিমবঙ্গ হোম গার্ড এবং সিভিল ডিফেন্স কে চাঙ্গা করে, আধুনিক ভাবে প্রশিক্ষণ দিয়ে ও সশস্ত্র করে তুলে এই শিল্পযজ্ঞের নিরাপত্তার দায়িত্ব তাদের হাতে দেওয়া যায় কি?
• • 'সংরক্ষণ' এর কোনও প্রভাব পড়বে কি এই শিল্পায়নে কাজ দেবার ক্ষেত্রে?
• • যদি পড়ে তবে তা কি ভাবে এই শিল্পায়নকে, পশ্চিমবঙ্গকে এবং আমাদের দেশকে সমৃদ্ধ করবে?
• • এখানে যে শিল্পগুলি গড়ে উঠবে তার জন্য প্রয়োজনীয় কাঁচামাল এর সহজ ও সরল জোগানের ব্যবস্থা আছে কি?
• • এই শিল্পায়নের পূর্বনির্ধারিত গতি যাতে বাধাপ্রাপ্ত না হয় তার জন্য কি কি প্রতিষেধক নেওয়া হয়েছে বা হবে?
• • বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলির কি নিরপেক্ষ ভূমিকা থাকবে এই শিল্পায়নে না গঠনাত্মক অংশীদারের ভূমিকা পালন করবেন তারা? এ ব্যাপারে তাদের নেতৃত্ব কি নতুন করে শিক্ষা নিতে বা নতুন কিছু শিখতে তৈরী আছেন?
• • শেষে, জানতে চাই এর পরে কি?

অশান্ত আঠেরো আজ এখানে থামছে একটু জিরিয়ে নিতে। এই ফাঁকে আপনি যদি দয়া করে আমার এই প্রশ্নপুঞ্জ নাড়াচাড়া করেন তো কবি সুকান্তকে কুর্নিশ জানিয়ে প্রশ্ন করব - মুখ্যমন্ত্রী কিছু করবেন কি?