অহমিকা অনামিকা
অহমিকার আগুন নিয়ে নীলাম্বরী তন্বী
কত মনকে বিকল করে বসে আছ বহ্নি
কারও আগমনের আশায় না কি কাউকে তুমি দেবে
হাতের পুস্পরাজি তুলে – তোমার প্রেমকে অমর করে নেবে
তুমি কে – কোথায় থাক রোজনামচার জীবনের পাথুরে পথে
কোথায় তোমার ঘর কার তুমি দুহিতা কারই বা ঘরনী তুমি
বাজারী ছবির সাজান আসনে কামিনী পৌরুষের বধ্যভূমি
অবহেলায় তোমার অনাদুরী লাঞ্ছিতা কেশরাশি
তীব্র দু’চোখের আভাষি রূপে নেই কোনও হাসি
তোমার বসার ভংগিমা ও শরীরী আবেদন
মনের অতলে সুনামির তীব্র আলোড়ন
তোমাকে একটা কথা চুপি চুপি বলি
রূপের কোরকে ফুটছে নতুন কলি
এসোনা দোঁহে চলি হাতে হাত রেখে
চোখে চোখ রেখে প্রেমের রেণু মেখে
ভালবাসি – জীবনের গান গাই একসাথে
উর্বশী তুমি এলে কেন এই অভাগা পথে
সুন্দরী তুমি থাক স্বর্গের মনোরঞ্জনী সোহাগ হয়ে
ধাতু পুড়ে সোনা না হোক – যাক তা ক্ষয়ে ক্ষয়ে...
সুপ্রতীক অরূপ
অগাষ্ট ২৪, ২০০৮