ভাবেরিক
রাত পেরোলেই ফুলেল
মনের মাঝে বিকেল
সুগন্ধী রাগের মেল
ধরা অধরার খেল
সকাল সকাল আকাল
সে মাছ ধরেছে পাঁকাল
হাতে কাঁচা মুফতি কাঁঠাল
দুনিয়া নাচছে সবাই ধামাল
কেবল চিন্তা ক্ষুধা তৃষ্ণা সামাল
হেঁইইয়া হেঁইরে জীবন দামাল
বোকা ছেলেটা করেছে কামাল
বোকা ছিল হল কি বোধাল
ঝাঁজরা বুকের খাঁচার ঢাল
তলোয়ার নেই লাঠি দু’ফাল
হেঁইইয়া হেঁই বলে যেই লাফাল
হারমাদ সব দৌড় লাগাল
সাহসী বোকা ছেলের কথা ফুরোল
নটে গাছ না’ মুড়িয়ে ফুল ফোটাল
সুপ্রতীক অরূপ