ভালবাসার মুক্তি

নির্বাক প্রেম, কমনীয় রূপ, রমনীয় প্রকৃতি, ভালবাসা সবই নারী
কাঠ পেরেকের পুরুষ হয়ে কি সে বোধের ধারে কাছে পৌঁছতে পারি
একাকিত্বে, আলেস্যে, সংবাদে, বিস্মরণে কিম্বা
ঝাঁপানো লোডেশিডং এর সন্ধ্যাতারার নিস্পাপলোকে
অন্ধকারাছন্ন হাঁফানো নীরব আলাপের আয়ু লম্বা
জান তো সবই, তবে সৃষ্টিশীল দিনকে রাতের আলোতে
বেঁধে এক ধ্বংসিলা অপকৃতির রতি আনন্দে মাত কেন
বিলাসীনি আয়নায় কি একই খেলা খেল হে রাজেন্দ্রাণী
দিনগত আয়ুক্ষয় করে এই নিস্ফল আনন্দ আর কেন
রবাহুতের ডাকে সাড়া দেয়া তোমার রীতি নয় জানি
অনাহুতের মত কেন সে আসে তোমার অন্তরীনা স্বপ্নকেলিতে, জান!
সেই প্রেম- সেই প্রাণ,যাকে তুমি কতবার ত্যাগ করেছো অবেহলায়
কেন সেই অস্বীকৃত তোমার স্বপ্নে না এলে তোমার ঘুম আসেনা
সুখ তুমি শাসন কর – সুখ তোমার দোসর – সুখ তোমার নাকের নথ কানপাশা
তবুও কেন সুখ তোমার আপন হয়না – কেন তোমার প্রেমকুঠী অন্ধকার ঠাসা
কেনই বা ঘুমের বড়ি গিলে গিলে হয়েছ তুমি যমেরও অরুচি
শান্ত মনের ঘরে, নিলীন বকুল বিথীতে নেই তোমার আসার অনুমতি
শুরুতেই শেষ করে নিজেরে সাজিয়ে আজ তুমি প্রোষিতভর্তৃকা, তুমি অশয্যিতা
মলিন তুমি সুসজ্জিতা সুগমা তুমি অনিন্দিনী আলোকমেলায় সুখঝর্ণায়
তুমি হলে সেই পাহাড় যার চারপাশে সমুদ্রের কলতান ও বিশাল জলরাশি
তবু একা - তবুও তুমি পিপাসার্ত চাতকটি রয়ে গেলে শুখনো গোলাপ বাসি
তবে আজ কেন - কেন তারে বারবার তুমি চাও হে গজগামীনি রাণী
তোমার স্বর্ণলাভ হোক হে প্রেম - পুরুষ তো কোনও দিন ভালবাসেনি
তুমি এবার আকাশে ওড় প্রাণ খুলে চরম সুখের খোঁজে, তুমিই পারবে
তোমার সব যাতনার শেষ হল আজ, জীবনেরে তুমিই রঙ্গে সাজবে
কেন জান? তোমাকে কেউ সঠিক চেনেনা – জানেনা তোমার আসল রূপ
প্রেমিক কে? তাও কেউ জানেনা শুধু খুঁজ়ে ফেরা তাকে যে সপ্রাণ ধীরূপ
তাই তো তুমিই ডানা মেলে পাখীদের নীচে ফেলে সুদুর উচ্চতায় পৌঁছে গেলে
মানব মানবীর প্রেম ভালাবাসা আছে এই সত্যকে ডানায় বেঁধে উড়ে গেলে।
 

সুপ্রতীক অরূপ
জানুয়ারি ২৭, ২০০৮