কবিতা মন

কবিতা আমার কলমে আবার ভরেছি কালি
আমি আবার ভাবতে পারি তাতক্ষণিকা প্রেমের কলি
আমায় তুমি এরকম করেই কবিতা কন্যা দেবেতো
মনের গর্ভাশয়ে যার হাসি ভরা চোখে আমি বেঁচে থাকবো
শীত আসে মনকে লেপের তলায় খুঁজে পেতে
শীত চলে যায় না যেন উষ্ণতাকে একা রেখে
গ্রীষ্ম এলে দূরের এক পাহাড়ি ঝরনা তলায় দুজনে সিক্ত হতে
ভেসে যেও বুকের আদিমতাকে আবার জীবন্ত করে তুলতে
ওষ্ঠানি লালা মেশানো জিভকে দেবনা ছুটি এক লহমার জন্যেও
ব্যস্ত হয়ে যাবে কখন তারা প্রকৃতির কোলে প্রেমিক প্রাণ দুটি
মুহুর্মুহু শীতকারে স্নানিতা তুমি কেন এত অন্তঃসলিলা
এসনা বর্ষার ক্যাথিড্র্যাল রোডের গাছের নীচে
কিম্বা অন্য কোথাও যেখানে আর কেউ নেই
তুমি আর সে এক নগ্ন প্রেমের মন সী-বীচে

সুপ্রতীক অরূপ