তুমি
মোর মনমেঘে
অজান্তেই মনের সূক্ষ্ম অনুভূতিগুলোর প্রকাশ
অনেকটা যেন পুজোর আগে শরতের আকাশ
পুজোর আগের নীল আকাশ দেখে মনে হয়
জীবনে প্রেম ছাড়া আর কিছু নেই
আবার লক্ষীপুজোর পর আকাশকে কাল হতে হয়
তখন মনে হয় জীবনে প্রেম বলে কিছু নেই
কেন এমন হয়
মাঝে মাঝে হঠাত কেন এমন মনে হয়
হঠাত কেন এমন হয়
মনেতে কেন শঙ্কা রয়
কেন মনে হয় প্রেম চলে যাবে জীবন থেকে দূরে
কবিতা আছে লেখা আছে প্রেম রবে দূরে সরে!
এই সব বোধের ভিড়ে তুমি আস অনুপমা ছন্দে
তোমার দ্রুত হরিণী লয়ে ছুটে আস মনের আনন্দে
কোনও কোনও দিনে বা রাতে তুমি আসনা
তুমি কি সেদিন আমায় ভাল বাসনা!
না না তুমি আমার কবিতা তুমিই আমার লেখা
তোমায় নিয়ে স্বপ্ন দেখার নেই কোনও লেখা জোখা
কবিতা আজ তুমি এত ধীরা কেন
তোমার নিশ্বাস আজ সুমন্দ্রা জান
তুমি কি জীবনের বৃদ্ধাঙ্কনে পদচারনায় এলে
তুমি কি আমাদের গ্রীষ্মের কথা ভুলে গেলে
তুমি কি মনকে মেঘের কাছে নিয়ে গেছ
তুমি কি মেঘের সঙ্গে তার অনেক কাছে আছ
মেঘের সঙ্গে থাকলে মন কেমন যেন অন্য রকম হয়ে যায়
মন তখন সুন্দর স্নিগ্ধ হয়ে বাঁচে
পাখীরাও হিংসে করে কথা বলেনা, প্রেম আরো দূরে চলে যায়
বৃষ্টি বলে – তুমি এলে কেন আমার প্রেমের কাছে!
সুপ্রতীক অরূপ ঘোষ
এপ্রিল ০১, ২০০৯