Download font from the link below

http://omicronlab.com/download/fonts/SolaimanLipi_20-04-07.ttf

 

      

অনন্ত কাক

কাক।

অনন্ত কাক।

এখনো কি ভাবছো

ওই মাথাটায় দাঁড়িয়ে।

আর কতকাল?

ওরা কেউ আসবে না আর

ভুলেই গেছে কবে।

ওর কথা।

 

ওই যে পাসেই তোমার

উল্লাস কুকুর,

দারুন প্রতিযোগিতায় মত্ত।

তুমি আর কেন দাঁড়িয়ে?

স্টপ জেনোসাইড

কবেই হয়েছে বাক্স-বন্দি।

তলায় পড়েছে মরিচা।

চাবিটাও আর নেই।

 

ভয় নেই ।

কাজটা তুমি সারতে পার

এখন।

ওরা কেউ আসবে না আর।

 

বাল্টিমোর

মার্চ, ১২, ২০০৭

                    

 

 

                                                    

 

                                               ভালবাসার রঙ

 

এখানে তোমার কোন ভয় নেই।

মানুষের।

ওয়াসিঙটন লিঙ্কনের এই দেসে।

নিল সাড়ি আকাসটায়

রঙিন রঙিন পাখায়

উড়ে যাও সারি সারি।

যেখানে সেখানে।

বুকের ভিতর হু হু করা

ভালবাসা ছড়িয়ে।

 

সুধু

ওই যে দেখা যায় দুরে

ভেসে আছে

সাদা সাদা মেঘ

এক গুচ্ছ।

কখনো যেওনা যেন

ওগুলো পার হয়ে।

ওখানে ভালবাসা নিধনে

উল্লাস অপেক্ষায়

মানুষ।

স্বপ্ন রঙ আকাসটায়

ছোপ ছোপ রক্ত

ভালবাসার মৃত্যু।

 

তুমি ফিরে এসো।

ফিরে এসো এখানে।

লুথার কিঙ আর

রোজা পার্কের এই দেসে।

 

বার্লিঙটন কোট ফ্যাক্টরি

বাল্টিমোর

জানুয়ারি,১৫,২০০৭

 

                           

আধুনিক মানুষ

 

তখন।
সুনেছি সব্দ পাথরে পাথরে।
ঘস ঘস। ঘস ঘস।
মরেছে মানুষ।যখন তখন।
নিজেকে বাচাতে।
ছিলাম আদিম মানুষ।
 
পরে।
লোহা-লক্কড়ে হাতুড়ি পেটানো
ঘটাঙ ঘটাঙ।
মানুষের মৃত্যু চিৎকার। প্রান্তরে।
সিঙহাসন রক্ষায়।
হলাম মধ্যযুগিয়।
 
এখন।
চলছে বিলাস অস্ত্র কারখানা
খটা খট। খটা খট।
মুখ থুবড়ে পড়ে আছে মানুষ। মৃত।
অর্থহিন।
আধুনিক মানুষ আমি।
 

 

  

বাল্টিমোর,মেরিল্যান্ড

ফেব্রুয়ারি ২৫, ২০০৭

 

 

উত্তর নেই

 

ইদ ি

পৃথিবীটা জানতে পারি।

যখন তখন।

 

মিটিমিটি তারার দেসে

ঘর বাধার কথা

ভাবতে সিখেছি এখন।

 

মৃত্যুকেও বলতে পারি

কখনো সখনো,

এখন না । পরে এসো।

 

সুধু

বুকটার ভিতর চলছে

ধুকধুক যন্ত্রটা।

কেন?

উত্তর নেই।

 

বাল্টিমোর

মার্চ ১১, ২০০৭

 

 

সুচিপত্র