Download the font from the link below

http://omicronlab.com/download/fonts/SolaimanLipi_20-04-07.ttf

 

                              

ি

 

তুমি নিরব।

তুমি মুক। বধির।

স্বচ্ছ কাচের সেল্‌ফ

তোমার বর্তমান ঠিকানা।

সৌম্য কুঠরি তোমার ভুবন।

স্মস্রু, টুপি অথবা গেরুয়া পৈতায়

তোমাকে দেখি কখনো কোথাও।

তুমি এসো।

তুমি এসো অন্তরে।

তুমি এসো জিবনে।

পৃথিবিটা হোক প্রেমময়।

 

জুলাই ৩, ২০০৭

বার্লিঙটন কোট ফ্যাক্টরি

বাল্টিমোর

 

                                                    

 

এখনো সুনি

কোর-আন, বাইবেল, গিতা’র কথা।

তবে কেন বোমার আঘাতে

ভেঙ্গে গড়ে জীবন।

 

এখনো বুঝি

রবিন্দ্রনাথ, খৈয়াম, ইলিয়টের ভাবনা।

তবে কেন মাটি কাপিয়ে

জলপাই রঙা ট্যাঙ্ক ছোটে?

 

এখনো বাজে

মোজার্ট, বিটফেন, রবিসঙ্করের মুর্ছনা।

তবে কেন নিষ্ঠুর বুলেট

বুকের রক্ত ঝরায়?

 

এখনো দেখি

এনজেলো, পিকাসো, ভ্যাঙ্গগের তুলির টান।

তবে কেন দানব কামান

ধ্বঙসে জনপদ?

 

এখনো ফোটে

গোলাপ, রজনি-গন্ধা,টউলিপ আঙিনায়।

তবে কেন ক্ষুরধার বেয়োনেট

সোনেনা মৃত্যু চিতকার?

 

এখনো আছে

প্রিয়ার মদির চোখে পৃথিবি ভোলানো প্রেম।

তবে কেন ফাঁসির দড়িতে

ঝুলন্ত মানুষের লাস?

 

জুলাই ৮,২০০৭

বাল্টিমোর

 

 

 

 

সুচিপত্র