সম্পাদকীয় ছন্দাবলী- ১০

 

 পিতা ধর্ম্ম পিতা কর্ম পিতাহি পরমন্তপ

পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্ব্ব দেবতা

পিতৃ পক্ষ নয় তবু এই পিতৃ বন্দনা কেন

সঙ্কল্প এবার বিশ্ব পিতৃসন্মান পালন হয় যেন

 

আজকাল পিতাদের মূল্যায়ন হয় মার্কেট ইকনমীর যুগ

পিতারা কি আলোচ্য বিষয় - এই পৃথিবী একবার ভাবুক

পিতামাতার কি কোনও মূল্যায়ন করা যায়, না যাবে?

কুপুত্র যদিবা হয় কুমাতা কখনও নয় একথা সবার আগে

 

কিন্তু সব শেষে কি একবার ভাবা হবেনা পিতার জায়গা কোথায়?

একথা কি একবারও চিন্তায় ফেলে, আমাদের কি একটুও ভাবায়?

নব আলোর নতুন পাতায় সব পিতাকে জানাই সশ্রদ্ধ প্রণাম

পিতার মূল্যায়ন হয়না পিতা হলেন দেবতা - সাকিন আত্মাধাম

 

খুব জানতে ইচ্ছে করে বাবা তুমি কোথায় আছ - একবার এসোনা!

আমরা ভাল সবাই ভাল থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি - বাঁচা নয় দিনগোনা

বিশ্ব পিতৃদিবস বছরে একদিন কেন পালন হবে - কেন রোজই নয়!

কিসের দম্ভ কিসের বাধা আপন পিতাকে স্মরণ করে রোজকার দিন শুরু করায়

কেন হবে পিতামাতার অস্তিত্ব বিপন্ন বৃদ্ধ বয়সে যখন

সারাটা জীবন প্রাণপাত করার পর তাদের বিশ্রাম প্রয়োজন!

 

বছর বছর পনরই জুন ফাদার্স ডে পালন না করে রোজ একবার প্রার্থনা

আশীর্বাদ চেয়ে নিয়ে দিন শুরু করা আর একটু আদর - নয় কোনও যাতনা

এই মিনতি পাঠকের সামনে রেখে আপনাদের সুপ্রতীক

কলম তুলল -সব্বার কথাটা মনে থাকে যেন ঠিক!

 

১৫ ই জুন ২০০৮