সম্পাদকীয় ছন্দাবলী-৯

 

পঁচিশে বৈশাখ কি শুধুই একটা দিন

প্রতি বছর কালের গর্ভে হয়ে যায় বিলীন

রবীন্দ্র সদনের সিঁড়িতে বসে বাসি মুখে প্রেম

ভেতরে চলেছে কপিরাইটহীন সংগীতের হারেম

কি জানি কেন এমন হল বুঝিনা

সেদিন কি হয় এখন জানতে চাইনা

এখনও কি বাঙ্গালীরা রবীন্দ্রনাথ পড়ে

তাঁরা কি কবিপথে নড়াচড়া করে

 

নব আলোকে বাংলার নতুন সংখ্যা এলো

কলমে খেদের সুর নিয়ে কেন বেরলো

সেদিন এক বাঙ্গালীর বাড়িতে আকাশভরা সূর্যতারা

নাকি ব্যান্ডের গান তাই নিয়ে শুনতে হলো সন্ধ্যা সারা

আজকাল কি মা বাবারা রবীন্দ্রনাথ এর সাথে পরিচয় করাননা

একবারও কি নিজেরা তাদের ভাষা–আয়নার সামনে দাঁড়াননা

তবুও তুমি আমাদের রবীন্দ্রনাথ আছ – ছিলে – থাকবে

তোমাকে কেউ পড়ুক না পড়ুক তুমি বিশ্বচিত্তে বাঁচবে

 

সকালকে, দিনকে বা রাতকে সবাই যে চোখেই দেখুক সূর্য কিন্তু একটাই

আমাদের সারা বছর পঁচিশে বৈশাখ হে গুরুশ্রেষ্ঠ তুমিও এক জনাই

নব আলোকে বাংলায় আসুন বলে আর অনুরোধ করবনা – ঠিক করেছি

বাংলা ভাষার অবমাননার থেকে মুক্তি চেয়ে নেব – আমরা কবিগুরুকে নিয়ে বাঁচি

 

মে ০১, ২০০৮