সম্পাদকীয় ছন্দাবলী-১
তোমার সাথে দেখা দীর্ঘ কুড়ি বছর পরে
দেখা হয়ে গেল ভাষা গোধূলীর জংলা পাড়ে
ভাষা বনমাঝে কাকঁড়ে বিথীর শব্দমলে
বন্ধু হয়েছে অনেকে ভিন্ন নীল মালা গলে
দীর্ঘ নীরব পাত্রাধার ভিন্ন বিষের জ্বালাতে
খুঁজেছি তোমাকে গভীর অন্তঃচোখের আলোতে
কষ্ট পেয়েছ ভাজা মৌরী ও লালা মিশ্রিত অপকৃতির ভিন্ন ভিন্ন রন্ধনে
সয়েছ কত-দেখেছ শত ভিন্ন চাটুকারী ও সাহুকারী বিপন্ন বিচ্ছুরণে
ভাষাহীনা তুমি ছিলে মোর সনে
শব্দমলের বন ছিল বনের মনে
একা একা খুঁজেছি তোমারে প্রতি রবিবার
শ্বাসরুদ্ধ তুমি নীরবে চেয়েছ প্রতিকার
এ কোন জ্যোতিচ্ছটা তোমার সিক্ত চোখের কোণে , তোমার হাসিতে!
এ কোন সুর বাজে দীর্ঘ অযতনে নীরব মোহন বাঁশীঁতে!
এ তুমি কোন সুধাপান করালে-আশায় মাতালে
আজ তুমি মোরে এ কোন অমৃত ধারায় স্নানিলে
দাঁড়িয়ে চলে থেমে বসে তুমি আছড়ে পড়েছ নব আলোক সঙ্গমে
আজ নতুন শুরু, আজ মিলন মেলায়, মিশে যায় কর্ম আর পারঙ্গমে
প্রাণ বলে বাচঁবো, মোরে বলে মরার বাড়া
তোমের সঙ্গ ছাড়ি দেব এমনই লক্ষীছাড়া!
লক্ষীছাড়া কথাটি তোমার মুখে ভারী মিষ্টি
আবার শুরু-আবার যাত্রা-আবার সৃষ্টি।
তাতক্ষণিকা লেখা হয়ে গেল
প্রকাশিত হলো নতুন আলো
নব আলোকে বাংলা পড় , বলো ও লেখ
মায়ের ভাষাকে আরো ভালবাসতে শেখ
এসো সবাই এসো এই নব আলোকের বাংলা মঞ্চে
বাংলায় লিখি,পড়ি, বলি-সুর তাল লয় ও ছন্দে
নব আলোকে বাংলা এগোবে নবরূপে নব আনন্দে।
৩১ শে অগাস্ট, ২০০৭
মুম্বাই