সম্পাদকীয় ছন্দাবলী - ১১

আজ এক নতুন দিনের সাথে দেখা হল
সম্পাদককে নতুন কিছু লিখতে বলল
নতুন কিছু কি? সুপ্তোত্থিত মন থাকে ভাবতে
এদিকে হঠাত দুর্মুখ কলম চাইছে সৃষ্টি করতে
পৃথিবীতে কত কি ঘটছে
কিন্তু কিছু কি থেমে আছে
নতুন গতিপথের সন্ধানে আজ কলমের দিশা
খোঁজে সেই আলো, কাটবে অনিশ্চিতের অমানিশা
এবার থেকে পাঠক সম্পাদকীয় লিখবেন যার মাঝে আগুন
থাকবে এক মুখ হেসে, দেখাবে নতুন পথ – উদ্দীপনা দ্বিগুন
শ্বাস নিতে চাই প্রাণ ভরে খুলে দাও সব জানালা
আসুক আলো আসুক বাতাস থাক না সব খোলা
সেই আলোতে যদি নতুন করে সৃষ্টি হয় কাব্য ও গল্প
হোক না সে কিঞ্চিত বা অজানা লেখকের বা খুবই স্বল্প
আজ সবাইকে চাই সবাই আসুন এখানে পড়ুন ও লিখুন
মানুষ কি করে আরও ভাল করে বাঁচবে একটু ভেবে দেখুন
এখানে খোলা আছে নতুন জানালা
হাসছে দেখুন নব আলোকে বাংলা

অগাস্ট ১, ২০০৮