সম্পাদকীয় ছন্দাবলী - ১৩
পাঠক সকাশে এল নব আলোকে বাংলার দ্বিতীয় বর্ষের প্রথম সংখ্যা
জন্মোত্তর দ্বিতীয় দুর্গোতসব - মানুষের মনে প্রাণে কত আশা আকাংখা
চারিদিকে হানাহানি খুনোখুনি ধর্ম্মের নামে বুজরুকির পসরা
দিশেহারা বিশ্বায়নের অর্থনীতির বাণিজ্যিক চাল ও তার খসড়া
এরই মাঝে নিরন্ন অকাল বার্ধক্যের বন্যাক্লিষ্ট ক্ষুধার উন্মাদ আর্তনাদ
সুযোগ সন্ধানীদের বন্যাত্রাণের সংগঠিত তোলা আদায় হচ্ছে কিন্তু ত্রাণ বাদ
কেউই কি কোথাও ঠিক পথে নেই; কেউই কি দায়িত্ব নিয়ে কিছু করছেনা
আইন কে কাঁচকলা দেখিয়ে ধূর্ত আরও সম্পন্ন হচ্ছে, মানুষ বাঁচতে পারছেনা
মুদ্রাস্ফীতি তেরো ছুঁই ছুঁই করছে আর আমরা তেরোতে পা’ রাখলাম
এরই মাঝে শারদীয়ার অনুষ্ঠানের আনন্দ নিতে এই সংখ্যা প্রকাশ করলাম
এবার এসে মা দুর্গা কি একটা কিছু করে যাবেন, না কি এবারও দশমীর সাঁঝে
গঙ্গা বক্ষে ডুবে যাবেন মা আমাদের আর মানুষকে রেখে যাবেন এই অন্ধকারের মাঝে!
নব দিশার আশে, নব আলোর খোঁজে সম্পাদকীয় ছন্দাবলীর সকাল শুরু হল আরও একবার
রেখোনা বাংগালী করে মা দুর্গা তুমি একটা কিছু কর আমাদের মানুষ করে যাও এবার...