সম্পাদকীয় ছন্দাবলী - ১৪
ঈদ, দুর্গাপুজো, দীপাবলিও গেল
আরও কত পার্ব্বণ এল গেল
আমাদের ও আরেক মাস বয়স বাড়ল
ইতিমধ্যে কত নিস্পাপ অবোধ প্রাণ ও গেল
আতঙ্কবাদের খেলা আর যুদ্ধবাদের মেলায়
মানুষের প্রাণ যায় অনুভূতিহীন নির্দ্বিধায়
পৃথিবীতে কোনও কিছু থেমে থাকেনা সব চলবে
মানুষ কি একদিনের জন্য থমকে দাঁড়িয়ে ভাববে
আর নয় আর নয় অমূল্য প্রাণ নিয়ে খেলা
বোধে ফিরে এস মন বল বাঁচার কথা এই বেলা
দাহভূমি ও কবরের মাটীর ওপর কান পেতে শোনরে সবাই
মাটি মা কাঁদছে, বুকের ওপর সন্তানের শব, বন্ধ হোক মানুষ জবাই
রামা শ্যামা মহম্মদ যীশু গুরু পাদ্রী বা ওবামা
ওরে ওরে সবে শোন সেই কান্না এবার ধ্বংস থামা
শীত আসছে আসুক বোধ-অনুবোধ ও ভালবাসার উষ্ণতা নিয়ে
নতুন বছরকে স্বাগত জানাই এই শীতে জীবনের ডঙ্কা বাজিয়ে
নব আলোকে বাংলা হল চোদ্দ ২০০৮ হয়েছে শেষ
পথ পাশে অনেক মুখ সামনে অনেক আশাও অশেষ...
শুভ নববর্ষ
জানুয়ারি ০১, ২০০৯