সম্পাদকীয় ছন্দাবলী - ১৬

 

জীবনে বসন্ত আছে শীত আছে গোধূলী মাতান ঝড়ো হাওয়া নেই

চৈত্রের জ্বালা আছে বুক ভরা প্রেম আছে কালবৈশাখী নেই

এবারে কালবৈশাখী কেন এত দেরী করল কে জানে

শহর গ্রামের মানুষ জ্বলছে পুড়ছে তা' কি সে' জানে

 

নব আলোকে বাংলার আরও একটি নতুন সংখ্যা

এল এই গরমে সঙ্গে এল ছন্দাবলীর কাব্যের হাত পাখা

আপনাদের সবাইকে পাঠক অপাঠক বাংলা প্রেমীদের জানাই

অশেষ ধন্যবাদ ও অভিনন্দন- আসুন গ্রীষ্মাবকাশ মানাই

 

সাহিত্যে, গল্পে, কবিতায় ভরা থাক এই অবকাশ

বৃষ্টি নামুক চাতককে জল দিক থমথমে আকাশ

এ'বারের নব আলো'র সম্পাদকীয় স্বল্পালোকেই রাখছি

অন্তরের কথা বলি এই গরমে কলম নিয়ে পুড়ছি...

 

আইলা'র ধাক্কা সামলাতে সামলাতে পরিশেষে বলি

ধরা একটু শীতল হয়েছে তারই হাত ধরে এল ছন্দাবলী

সকলের শুভেচ্ছা ভরা সমালোচনা চাই

নতুন নতুন সৃষ্টিশীল মন যেন পাই

 

জুন ১৫, ২০০৯