সম্পাদকীয় ছন্দাবলী-১৮
আজ সাতশ’ একত্রিশ দিন বয়স হয়ে গেল আমাদের
নব আলোকে বাংলা অন্তস্থ হল তৃতীয় বছরের
কত কি ঘটে গেছে এই দু’বছরে পৃথিবীতে
আমরাও এগিয়েছি বাঙ্গালী পাঠকের সাথে
সম্পাদকীয় ছন্দাবলী আঠেরো কবি সুকান্ত কে জাগিয়ে তোলে
তাই কি মনে আবার নতুন করে বিদ্রোহী আগুন জ্বলে
আঠেরো বছর অবুঝ জানেনা কোনও মানা
আমাদেরও নতুন কিছু করতে নেই মানা
আমরা চার লক্ষ পাঠক মনকে পেয়েছি নব আলোকের সন্ধানে
দু’টি বছর নিমেষে যেন কেটে গেল লেখায় পড়ায় মনে ও মননে
সবাই ভাল থাকুন
লিখুন পড়ুন বলুন
আমরা এর পরে কি করব
দিশা দিন কোন পথে এগোব
চেনা পথের বাইরে যাবার সাথী হ’ন
এই চায় আজ নব আলোকে বাংলার মন
মল্লার আভোগী ও বাগেশ্রী রাগে কিম্বা এই পাঠকের দরবারী আসরে
আসুন সাহিত্যের এই মিলন মেলায় এই নব বাংলার বাসরে
পাঠকের মনরঞ্জনী আসরে বাংলা ভাষাকে আমরা আরও তুলে ধরব
আসুন না সাহিত্যের এই মিলন মেলায় আমরা আরও বড় কিছু করব!
অগাষ্ট ৩১, ২০০৯