সম্পাদকীয় ছন্দাবলী -২০
আপন পর সবারে জানাই সঘন বর্ষার সিক্ত শুভেচ্ছা
সম্পাদকীয় ছন্দাবলী’র এ’ পংক্তিতে এইটুকুই ইচ্ছা
জীবন বড় সুন্দর জীবনে কত সুখ কত নতুন শেখা
জীবনের অনিশ্চিত অচেনা পথে চলা, নেই তার লেখা জোখা
মানুষ হয়ে মর্তে আসা মানুষ হয়েই কি চলে যাওয়া?
একটু সহানুভূতি আর ভালবাসা এই সামান্য রেখে যাওয়া!
রাতের তারারা বলেনা কিছু দিনের সূর্যকে
কিছু বলবে বলে আসেওনা জানাতে আপনাকে
তবু কালের নিয়মে সময় চলে দুর্দান্ত বা নিস্পৃহ
জীবন কখনও খুব প্রিয় কখনও যেন অসহনীয়
জীবন চলুকনা সেই পথে যে পথে সে যেতে চায়
পাখীরা কেন কুলায়ে ফিরবে ডানাভাঙ্গা ক্লান্তি নিরুপায়!
এমনি করেই জীবনের সব পথ ঘরে ফেরে সব নদী
মোহনায় এসে মিলেও যেন আপন অস্তিত্ব করে দাবী
বাংলা ভাষা কি আজ অপলক স্তব্ধ শীর্ণ শান্ত নদীর মত
অনাহুত অনাদরেই খুশী এক সোহাগা, অচেনা সোনার অপেক্ষারত
বাংলায় ভাবুন না এক কলি কবিতা বা তেমনই কিছু কথা
নব আলোকে বাংলাকে বুকে টেনে নিন বাংলার অনেক ব্যথা...।