সম্পাদকীয় ছন্দাবলী - ২৫
এ’পার বাংলা ওপার বাংলা মধ্যিখানে চরা
এ’পার বাংলা ওপার বাংলা বৈশাখীতে ধরা
ও’পারে যখন ভোটের আসর
এ’পারে তখন লড়াই বাসর
এ’পারে যখন ভোটের দামামা
ও’পারে তখন আসে স্যাম মামা
দুই বাংলার একটি মিল অনেক মিলের মাঝে
ভোট পর্বের আগে দোঁহায় প্রতিশ্রুতিতে সাজে
এপারে এখন পরিবর্তন
যায় কি তাহারে করা বর্ণন
তবুও মাতে মা - মাটী শুকায়ে ফাটা
মানুষের লাশ সস্তা এখন ধর বা মুন্ড কাটা
পরিবর্তন আসবে কি না জানেনা এখনও মানুষ
রঙ্গিন বাক্সে বোকাদের ভিড় প্রতিশ্রুতির ফানুস
বদলা আগে পরে বদল
খালি কোল মা কাঁদে সজল
ঐ দেখ সব আসছে পরিবর্তন নাকি সচল রবে গড্ডালিকাপ্রবাহ
ঊর্দ্ধমুখী মূল্য, নিম্নমুখী মূল্যবোধের জেরে মানুষ ঝুলছে উদবাহ
তবুও আসে বৈশাখ তার প্রাণ ভরা আগুন নিয়ে
শুভ নববর্ষ জানাই সবারে, সুখ শান্তি আর সমৃদ্ধি চেয়ে...