সম্পাদকীয় ছন্দাবলী - ২৬
আজ থেকে একশ’ পঞ্চাশ বছর আগে মানুষের জীবনে এক নীরব বিপ্লব ঘটেছিল। সেই বিপ্লব মানুষের অন্তঃকরণে ঝড় তোলে সদানিয়তঃ আবার মানুষকে প্রেমের জোয়ারে ভাষায় অবিরাম অন্তর্বারিধারায়! সেই বিপ্লব প্রকৃতির সঙ্গে নতুন করে মানুষকে সম্পৃক্ত করে। সেই বিপ্লব পরমেশ্বরের সঙ্গে নতুন করে যুক্ত করে, ভক্তিস্রোতাবহ করে তোলে মনকে, মানুষের অন্তরের ছেঁড়াতারে সুর বাঁধতে শেখায় সেই বিপ্লব! সেই বিপ্লবের নাম রবীন্দ্রনাথ। তাঁকে বুঝতে ভাষার বা সাম্রাজ্যের বাধা সামনে এসে দাঁড়ায়না। তিনি জন্মে ছিলেন পঁচিশে বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দে জোড়াসাঁক ঠাকুর বাড়িতে।
খুব জানতে ইচ্ছে করে বর্তমান প্রজন্মের কর্ণধার যারা বা যারা আগতদিনের সমাজকে চালাবেন তাদের কাছে রবীন্দ্রনাথের পরিচয় কি, কেমন, তারা রবীন্দ্রনাথকে কি ভাবে চিনলেন, জানলেন বা জানলেন কি আদৌ!!! খুব শঙ্কা হয় মনে! কেন? রবীন্দ্রনাথকে আজও সারা পৃথিবী জানার চেষ্টা করে চলেছে আর তাঁরই উঠোনে এখন এফ এম এ ‘পাগলা হাওয়ার বাদল দিনে’ রক গান শুনতে হয় ! কি আতঙ্কের দিনে বাস করে শ্বাস নিচ্ছি! সম্পাদকীয় ছন্দাবলী-৯ তে লিখেছিলাম আজ আবার সেখানেই ফিরে গেলাম কিছু নতুন আশা নিয়ে...
পঁচিশে বৈশাখ কি শুধুই একটা দিন
কালান্তরে সময়ের গর্ভে হয়ে যায় বিলীন!
রবীন্দ্র সদনের সিঁড়িতে বসে কপোত কপোতী
ভেতরে ব্যস্ত সব গুণীজন সব রবীন্দ্রচর্চার স্থপতি
মানুষ জন্মের সর্ববোধবিপ্লবের এই হাল কেন হল বুঝিনা
২৫শে এখন রবীন্দ্র সদনে বা শান্তিনিকেতনে কি হয় জানিনা
এখনও কি বাঙ্গালীরা রবীন্দ্রনাথ পড়ে
তাঁরা কি কবি পথে নড়া চড়া করে
নব আলোকে বাংলার রবি কবি নভো সংখ্যা বেরলো
অনেক আশা ও ক্ষেদের সুর নিয়েই এবার রবিকবি এলো
সেদিন এক এন-আর-আই বাঙ্গালির বাড়িতে আকাশ ভরা সূর্যতারা
কোনও বাংলা ব্যান্ডের গান তাই নিয়ে বচসা শুনতে হলো সন্ধ্যা সারা
আজ কি মা-বাবারা রবীন্দ্রনাথের সাথে পরিচয় করান না
একবারও কি তাদের বোধ-আয়নার সামনে দাঁড়ান না
তবুও আশা আমাদের রবিকবি আছেন
তিনি বিপ্লব হয়েই ছিলেন ও থাকবেন
সবার হৃদয়ে তুমি রবীন্দ্রনাথ আছ-ছিলে-থাকবে
তুমি সর্ববোধবিপ্লব হয়েই বিশ্বচিত্তে জাগ্রত থাকবে
সকাল,দিন বা রাতকে সবাই যে চোখেই দেখুক সূর্য কিন্তু একটাই
আমাদের সারা জীবনের পঁচিশে বৈশাখ হে গুরুশ্রেষ্ঠ তুমিও এক জনাই
রবীন্দ্রনাথ পড়ুন, তাঁকে জানুন বলে আর অনুরোধ করব না, ঠিক করেছি
অর্ন্তরবোধ বিপ্লবের অবমাননা থেকে দূরে থেকে আসুন, রবিকবিকে নিয়েই বাঁচি!
২৫ শে বৈশাখ ১৪১৮, , ৮ ই মে ২০১১