সম্পাদকীয় ছন্দাবলী - ২৮
কবিতা আমার প্রথম প্রেম, লেখা থাকে মনে
এ’কথা সুপ্রতীক জানে আর জানে বন্ধুজনে
নব আলোকে বাংলা দশম বর্ষ পার করে দিল
সরবে নীরবে শ্রদ্ধায় সাদরে আবার সামনে এল
আমাদের কথা আমরা ছন্দে বলি
নাম তার সম্পাদকীয় ছন্দাবলী
শীতের শুরুতে পৌষের মুখে
পুলি পিঠে মিষ্টান্ন খাবেন সুখে
সামনে বিজয় দিবস, বড়দিন
সকলে আনন্দ করুন স্বাধীন
নতুন ইংরেজী বছর এখন সাজছে
কি জানি কি রহস্য নিয়ে বসে আছে
হিঁদু মুসলমান ঈশামাসি, ধর্মী, বিধর্মী বা অধর্মী
কবিতা, সাহিত্য, ছবি ও ভালবাসা নিয়ে থাকি সহমর্মী
সম্পাদকীয় ছন্দাবলীর এই পর্যায়ে এসে যেন না ভুলি
এই পৃথিবীকে শিশুদের বাসযোগ্য ও সুন্দর করে তুলি...
দূষণমুক্ত হোক মন মনন চেতন ও অচেতন সর্বত্র সর্বদা
সর্বোপরি
এই শপথে আসুন আমরা সবাই একাত্ম ও সমর্পিত হয়ে কাজ করি...
ডিসেম্বর ১৩, ২০১৭