সম্পাদকীয় ছন্দাবলী - ২৯

জীবনের উৎসবের শুরুতে চেতনার জন্মের আগে
মনের উৎসবের শুরু হয়ে যায় নিজেরই অজান্তে
উৎসব সংখ্যার সম্পাদকীয় ছন্দাবলী লিখতে বসে
মহান মৃত্যুর উদ্দেশে জীবনের উৎসবের কথা আসে
চারিদিকে আজ আলোর মেলা চোখ মেলে দেখি তাই
প্রার্থনা দোয়া দিয়ে মনের ঘরে আলো জ্বালাতে চাই
আজ সেই সব মূক বাতিওয়ালাদের ঘরে আলো জ্বালাতে হবে
আর কতদিন আঁধারের বুক চিরে ওরা আলো জ্বালাবে এই ভবে
ধর্ম যার যার, উৎসব সবার এই বিশ্বাসেই যেন চলে এ’ধরা
মানুষের সাথে মানুষের মিলমিশে শান্তি প্রীতি যেন হয় শ্রগ্ধরা
ঋদ্ধ হোক সবার মন
সমৃদ্ধ হোক মানব জীবন…

আপনাদের
সুপ্রতীক অরূপ ঘোষ
২৮শে অক্টোবর, ২০১৯