সম্পাদকীয় ছন্দাবলী-৩

 

মরসুমী শুভেচ্ছা, ঈদ, শুভবিজয়া ও দীপাবলী

সব আনন্দ, সব খুশীর আলোকে স্নানাবলী

স্নিগ্ধতায় সিক্ত হয়ে জীবন সবার এগিয়ে চলুক

সাথে সাথে সাহিত্যও উজ্জীবিত হয়ে বাঁচুক

 

এই আশা নিয়ে সম্পাদকীয় ছন্দাবলী তিন

এলো পাঠক সকাশে- আসুক খুশী মাখা শীতের সুদিন

আমরা উদ্দীপিত পাঠককূলের ভালবাসা ও সাড়া পেয়ে

তৃতীয় সঙ্খ্যায় 'নব আলোকে বাংলা'র নাও চলেছে বেয়ে

শুভাকাঙ্খীরা পড়েছেন, মতামত দিয়েছেন, লেখা পাঠিয়েছেন

নব আলোকে বাংলা'র নৌকা'র পালে হাওয়া বইয়েছেন

এ' হাওয়ায় গতি বাড়ুক আরও বাড়ুক নামী অনামী গুণীদের আসা

এখান থেকে যাওয়া নেই শুধু একসাথে আপন ভাষাকে ভালবাসা

এবার ধারাবাহিক শুরু হলো দুটি

ভাল ভাল লেখা চাই আরও-নেই ছুটি

 

আসুন সবাই আসুন এই নব আলোকে বাংলার লেখনীকে

আরও সমৃদ্ধ করে তুলি, উর্বর করি বাংলা সাহিত্যের জমিকে

বাংলায় লিখি, পড়ি, বলি - সুর, তাল, লয় ও ছন্দে

নব আলোকে বাংলা এগোবে নব রূপে নব আনন্দে।

 

গল্প, কবিতা, প্রবন্ধ, ছবি, অনুবাদ, নাটক ও আপনাদের ভালবাসা

বাংলায় লিখুন, বাংলায় বলুন, গড়ে তুলুন প্রাণের ভালবাসা

আমাদের সমালোচনা করুন জীবনীশক্তি দিন মতামতের মাধ্যমে

সাধারণ ও মধ্যম থেকে উত্তোরিত হই সাহিত্য যাত্রার উত্তমে

বাংলায় লেখা বাংলায় শেখা বাংলায় দেখা বাংলায় চলার পায়ে পায়ে

আমাদের তৃতীয় নভো সঙ্খ্যা বেরোলো নতুন আলো ফোটাবার অভিপ্রায়ে

 

পয়লা নভেম্বর, ২০০৭