সম্পাদকীয় ছন্দাবলী - ৩০


মানুষ ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি। এই দাবী তো মানুষেরই। পৃথ্বী 'পরে লক্ষ কোটী প্রাণী আছে। তাদের কেউ এই দাবী করেছে কখনও? কারণ তারা কথা বলতে পারেনা। কে বলল? তাদের ভাষা বোঝার বিজ্ঞান যদি সব মানুষ জানত তাহলে আর এই প্রশ্ন থাকতোনা। জানি আপনি মনে মনে বলছেন – “কি বোকা বোকা…” মানুষ ছাড়া অন্য কোনও প্রাণী একে অপরকে হত্যা করেনা আত্মরক্ষার কারণ ছাড়া। আচ্ছা বাঘেরা কিম্বা হরিণেরা কেন শ্রেষ্ঠ সৃষ্টি নয় ! সিংহ ক্ষিদে না পেলে অন্য প্রাণী বধ করেনা। সে কেন শ্রেষ্ঠ নয়? পৃথিবীর কোনও প্রাণী অপরকে লোভের দাস হয়ে মারেনা। মানুষ মারে মানুষকে, হিংসা, লোভ, ঈর্ষা বা ক্রোধের বশবর্তি হয়ে। মানুষ অন্যের মুখের, এমন কি ক্ষুধার্তের মুখের গ্রাস কেড়ে জমিয়ে রাখে নিজের জন্য। আজকের সম্পাদকীয় এক ছন্দহীন হারানো প্রকাশ। আমরা ছন্দ হারিয়েছি। আমরা প্রকৃতির উপর অনেক অত্যাচার করেছি নির্লজ্জ ও নির্মম ভাবে। করোনা বা কোভিড ভাইরাস সপাটে একটা থাপ্পড় মেরে ঘরে বসিয়ে দিয়েছে মানুষ নামক দু’পেয়ে প্রাণীদের। মৃত্যুভয়। এক চড়ে মৃত্যুভয়। এমনটা শুনেছেন কি, বাঘ সিংহ হাতী, পথ কুক্কুর, কোনও পাখী বা অন্য কোনও প্রাণীর মৃত্যু হয়েছে করোনার জন্য? না। পাবেনও না।

 

মানুষ শোধরাবে কি না সেই জানে।
মানুষ যদি তার ভুল অন্যায় না মানে।
মানুষ যদি ঘুরে না দাঁড়ায়?
মানুষ নামক প্রাণী থাকবে কি না
আমরা কেউ জানিনা।
এ’টুকু জানি ও বিশ্বাস রাখি, মানুষই পারে
মেরুদন্ড ও বুদ্ধির সঠিক প্রয়োগ করে
পৃথিবীকে আবার সুন্দর করে
বাসযোগ্য করে তুলতে পারে
নব আলোকে নব আশায়
আমরা থাকি প্রত্যয়ের বাসায়…

২০শে এপ্রিল, ২০২০

প্রথম পাতা