সম্পাদকীয় ছন্দাবলী - ৪

 

ছন্দে ছন্দে পরমানন্দে জীবনের চলে নতুন খেলা

হেমন্তের নরম পরশ ছুঁয়ে যায় - আসে যে শীতের বেলা

কত আনন্দ, কত খুশী এই শীতের সময়

ডিসেম্বর এ জন্মালো নব আলোকে বাংলার নব তনয়

জন্ম নিল আমাদের চতুর্থ সংখ্যা

কেন নিল - নেই তার কোনও ব্যাখ্যা

গত তিন সংখ্যায় আমরা চেয়েছি সবার কথা তুলে ধরতে

তাঁদের লেখা প্রশংসিত যাঁরা ভালবাসেন বাংলায় পড়তে ও লিখতে

 

এই শীতে কি করবেন ভাবছেন- বেড়াতে যাবেন নাকি

বচ্ছরকার ছুটিটাকে কাজে লাগাবেন-কিছু লেখা যায় যদি

আমি বলি কি একটু চালাকি করে দেখুন না নিজের সাথে

কলম দিয়ে ফোয়ারা ছুটতে পারে সে কথা রাখবেন কি মাথে

 

নব আলোকে বাংলায় লিখেছেন অনেকে এ ক'মাসে

তাঁরা সবাই বাংলা ভাষাকে ভালবাসেন নিশ্বাসে প্রশ্বাসে

আপনিও তাদের দলে যোগ দিন না - নিজেকে নতুন করে পাবেন

এ কথা হলফ করে বলতে পারি - এখানে লিখুন তারপর বুঝবেন

তবে হ্যা আমরা যা খুশী তাই গ্রহন করিনা বা ছাপাই না

কারণ মান খাটো করে ভাষার বেসাতি আমরা করি না

যে কোনও বিষয়  লিখুন যা প্রাণে চায় লিখুন আর পাঠিয়ে দিন

যদি গুণগত মান ঠিক থাকে তাবে তা' হবে নভো সঙ্খ্যায় উড্ডীন

 

ছন্দে ছন্দে গন্ধে বিভোর পরমানন্দে মেতেছি মোরা সাহিত্যের আঙিনায়

নতুন কিছু করবো বলে- আসুন সবার সৃষ্টি তুলে ধরি নব আলোকে বাংলায়

ভাল থাকুন - ভাল রাখুন - ভাল লিখুন আর আমাদের আকাশে ঠিকানায় চিঠি লিখুন

আমরা আবার বাংলা ভাষায় কান্ডারী হব এই বিশ্বাস নিয়ে লিখে যান

 

লিখতে থাকুন...

পয়লা ডিসেম্বর, ২০০৭