সম্পাদকীয় ছন্দাবলী-৫

 

২০০৭ যেন এই এলো আর এই চলে গেল

এমনটাই হয় প্রতিবছর-কিন্তু কি রেখে গেল

অনেক বোধ অনেক দেখা অনেক শেখা অনেক ভাল

অনেক সুখ কিছু দুঃখ থাক সে সব আজ সব আলো

নব আলোকে বাংলার পাতায় পাতায় কত লেখা ভাল ভাল

 

আশার কথা শুভলগ্না ২০০৭ আমাদের দিয়েছে নব আলোকে বাংলা

বিচ্ছুরিত নতুন আলো সবার জন্য-ধনী, দরিদ্র, স্থুল, সূক্ষ্ম, তন্বী, পৃথুলা

একমুখী ভালবাসা চাই ভাষাকে-সাহিত্যের নবরূপকে যে কোনও আকারে

প্রকাশ চাই কবিতা, প্রবন্ধ, ছবি, গল্প, উপন্যাস বা যে কোনও প্রকারে

 

থেমে থাকা নয় চলাকেই জীবন বলে মানুষ মনে করে 

২০০৭ এলো, ছিল ও গেল- তাই জীবনের গতি খেলা করে

কি দিয়ে গেল এই বছরটি আমাদের হাত ভরে

 

সময় বলছে - এসো উচ্চশির আমরা সবাই মুখোমুখি দাঁড়ায়ে

সময়কে বলি বিরাম নয় কাজ দাও আছি মোরা দু'হাত বাড়ায়ে

ভাবুন নতুন কিছু আরোও কিছু লিখুন নতুন করে নতুন বছর

নব আলোকে বাংলাকে ভালবাসি আমরা সবাই প্রাণের দোসর

 

পয়লা জানুয়ারি, ২০০৮