সম্পাদকীয় ছন্দাবলী-৭

 

দেখতে দেখতে নব আলো

সাতের উঠোনে পা রাখলো

পাঠককূলকে, মানবমনকে অসীম ধন্যবাদ

আচ্ছা, আমরা পেয়েছি কি সাহিত্যের নতুন স্বাদ

জানাবেন লিখে বা বলে কিছুই দেবেন না বাদ

 

আজ আর কথা কোনও না বলে এই কলম থামবে

কারণ? এত অনীহা, অন্যায় ও অনাচার আর কি সইবে

আজ খুব বাংলাদেশের স্বাধীনতার কথা মনে পড়ছে

আর একমাস পরে সে দিনটি আসবে- চলেও যাবে

এই বাংলাদেশকে কি করে পেয়েছিলাম

একবার ভাববেন কেমন ছিল এই স্বাধীনতার আগের বাংলা

কি করে আমরা আবার গেয়েছিলাম-

মা আমি তোমায় ভালবাসি-আমার সোনার বাংলা

 

গত সংখ্যায় বাঙালীর ভাষা আন্দোলনের কথা

লিখে খুব কষ্টে কাটিয়েছি মনের গভীরে নিয়ে অনেক ব্যথা

তাই এবার কিছু লিখব না কিছু বলব না শুধু চাইব সামান্য কিছু হোক

বাঙালী তার নিজের ভাষাকে ভালবাসুক-বাংলা পড়ুক-সবাই জানুক

এ' ভাষার প্রেমে যে পড়েছে সেই বুঝেছে কি মধু আছে এই ভাষাতে

প্রার্থনা করি সবাই আসুন নব আলোকে স্নানমেলায়-থামছি এ আশাতে

 

মার্চ ১, ২০০৮