নাচ
|
|
ভবানীপুরের ফুটপাথে
|
|
স্বপ্ন
মুম্বাই |
|
আর কাঁদিওনা
কলকাতা
................................................................................................. |
|
যাবে?
যাবে? চলে যাবে? একটা ছড়া বলি শোন এটা তুমি শোননি কখনও দাঁড়াও একটু, না হয় পা চালিয়েই যাবে তুমি যাবে, তো কে তোমায় থামাবে তুমি তো জেদের বাসা তুমি এক না পাওয়া ভালবাসা এমন ছড়া শোনোনি কখনও নামতা পড়া জীবনের হেঁসেলে এর নেই কোনও মানে নৃত্য ছিল একদিন তোমার সাধনা আজ নৃত্য তোমার স্বপ্নেও আসেনা কষ্ট পেলে? বা দুঃখ? না হয় পেলেই সুখ তুমি চাইতে পার দুঃখ অত সহজে মেলেনা চাইবাসার ঘরটা আমাদের খুব সুখের ছিল দুর, কেবল চাই চাই করেই আমি বাসা হারিয়েছি যাবার আগে তোমায় বলি আমি কিন্তু তেমন ডাকাতই আছি মুহুর্মুহু ডাকাতি, যেওনা এখুনি চলে মনটাকে নাচিয়ে তা ধিন তা ধিন হঠাৎ হারিয়ে যাওয়া একদিন বেতলার জঙ্গলে চলনা আবার যাই আবার যৌবনের ভেলা ভাসাই শরীরে বাঁক নিয়ে তির্যক হাসি তোমার চোখের কোনে আমার মনের কালবৈশাখী তোমার মুদ্রাহেলনে শ্লথ চলনা মনটাকে নাচিয়ে তা ধিন তা ধিন ঝপাং করে হঠাৎ হারিয়ে যাওয়া একদিন তোমার করপুটে আমার গরম হাতের তালু বেশ লাগবে কিন্তু তখন যদি বৃষ্টি পড়ে পাকা লেবু আর কাজল কালো শীফন তোমায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে প্রাণ খুলে নেচে ওঠা, ভেজা ঘাসের ওপরে তাধিন তাধিন প্রাণ খুলে বাঁচা শুধু মন প্রাণ স্বত্বা উজাড় করে নাচা বৃষ্টির জল ছলাৎ ছল, ছলাৎ ছল পায়ের তলায় নাচছে মন, নাচছে প্রাণ ছন্দময়ীর পায়ের পাতায় কি হলো? চলে গেলে? বেশ। উঠোনে আবছা আলতার দাগ রেখে গেলে।
|
|
রজত জয়ন্তী
|
|
দিঠি
মুম্বাই |