ক্রেতা

 

বিজ্ঞাপণাঙ্গের কবিতা-পড়ুন ও একটু ভাবুন কিছু করার সত্যি কোন ও ইচ্ছা আছে কি আপনার মধ্যে-যদি থাকে ভাল তবে-পড়ুন

 

প্রবুদ্ধ জ্ঞানীরা দয়া করে পড়বেন না এই লেখা

 

লেখা পড়া শিখে কি করবে ভেবেছ?

স্নাতোকত্তর হয়নি গ্র্যাজুয়েশন শেষ করেছ?

গ্র্যাজুয়েশন হয়নি, মাঝ পথে থেমেছে চাকা

সামনে অন্ধকার, সব কেমন লাগে ফাঁকা?

কি করবে জাননা - শুধু কর্মখালিদেখ?

তার থেকে বরং সঠিক পথে বেচা শেখ।

বেচবে তুমি, তোমার কথা শুনবে সবাই

যদি বলতে ও গুছিয়ে বোঝাতে পার ভাই

অলৌকিক নয়, জীবনে সত্যিই কিছু করে দেখান যায়

যদি লোকে বুঝতে পারে তোমায়, তোমার থেকে কিনতে চায়

নারী হও বা পুরুষ, ঈশ্বর বাবুর বাজারে এসে

হতাশ হোয়ে, হেরে গিয়ে যেওনা মাঝ পথে বসে

এই বাজারে ক্রেতা এবং বিক্রেতা আমরা সবাই

কারণ আমরা যে সবাই বেচতে চাই।

-------------

 

এই প্রগতিশীল পৃথিবী ধ্বংস হবে কবে?

যেদিন বিক্রীর পেশা আর থাকবে না।

 

এর পর জানতে হলে স্বেছায় যোগযোগ করে দেখতে হবে

কি এর মানে, কি ঘটতে চলেছে - কখন, কোথায় ও কবে!!!

 

 

প্রোয়েক্সেলেন্স ইঙ্করপোরেটেড

ই-মেইল - argee31@hotmail.com

গতিময় দূরভাষঃ +৯১ ৯৮১৯৬৮৪২৭৯