স্তানিস্লাভস্কি কনস্তান্‌তিন সেরগেয়েভিচ


অনুবাদঃ সাইদুজ্জামান


স্তানিস্লাভস্কি (প্রকৃত নাম আলেকসেয়েভ) কনস্তান্‌তিন সেরগেয়েভিচ (১৮৬৩-১৯৩৮), রুশ পরিচালক, অভিনেতা, নাট্যতাত্ত্বিক , সোভিয়েত ইউনিয়নের এ্যাকাডেমি অব সায়েন্সেসের অনারারি এ্যাকাডেমিশীয়ান (১৯২৫), রাশান এ্যাকাডেমি অব সায়েন্সেসের অনারারি এ্যাকাডেমিশীয়ান (১৯১৭) সন থেকে। স্তানিস্লাভস্কির শিল্পকর্ম গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে রুশ এবং বিশ্ব নাট্য শিল্পে। ১৮৭৭ সালে শৌখিন অপেশাদার নাট্যশিল্পী গোষ্ঠী যেমন আলেকসেয়েভস্কি সারকল, সোসাইটি অব আর্ট এ্যান্ড লিটারেচার সংগঠিত হয়েছে। ১৮৯৮ সালে ভ. ই. নেমিরোভিচের সাথে একত্রে প্রতিষ্ঠা করলেন মস্কো আর্ট থিয়েটার। প্রথমবারের মত তিনি প্রতিষ্ঠা করলেন মঞ্চনাটক পরিচালনার মূলতত্ত্ব, নাটকের সবগুলো আবশ্যিক উপাদান মেনে নিয়ে শিল্প পরিকল্পনার ঐক্য, অভিনেতাদের অখন্ডতা, মঞ্চ সাজানোর মনস্তাত্ত্বিক শর্তাধীনতা। অতিপ্রযত্ন করেছেন নাটকে কাব্যিক আবহাওয়া সৃষ্টিতে, প্রতিটি উপাখ্যানে সঠিক মেজাজটিকে প্রতিষ্ঠিত করতে , প্রতিটি চিত্রকল্পকে নির্ভরযোগ্য প্রাণ দিতে, অভিনেতার উদ্বেগকে প্রামাণিকতা দিতে। তিনি পরিচালনা করেছেন চেখভের কাব্য নাট্য, গাংচিল (১৮৯৮), যেখানে তিনি অভিনয় করেছেন ত্রিগোরীর চরিত্র, তিন সহোদরা (ত্রি সিসত্রি)-র ভেরশিনের চরিত্র (১৯০১), চেরী বাগানের গায়েভ চরিত্র (১৯০৪), গোর্কীর না দ্‌নিয়ে কাব্য নাটকে সাতিনের চরিত্র (১৯০২), তুর্গেনেভের একমাস গ্রামে নাটকের রাকিতিনের চরিত্র এবং আরো অনেক।


স্তানিস্লাভস্কির কল্পরাজ্য উজ্জ্বলভাবে প্রকাশিত হয় ম মেতেরলিন্‌কের  'নীল পাখি' নাটকে যে নাটকটি তিনি পরিচালনা করেছেন ১৯০৮ সালে ল. আ. সুলেরঝিৎস্কি এবং ই. ম. মাস্কভিনের সাথে একত্রে। তাঁর পরিচালিত নাটকের অন্যতম গোলদোনীর লেখা হোটেল কর্ত্রী (১৯১৪), আস্ত্রোভস্কির উষ্ণ হৃদয় (১৯২৬) এবং অন্যান্য। তিনি তৈরী করেছেন অভিনয়কলার পদ্ধতি সমূহ, অভিনয়ের শারিরীক অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারকে মানস কল্পচিত্রে রূপান্তরন (সিস্টেম অব স্তানিস্লাভস্কি )। তিনি অনেক মঞ্চ নাটকেই অভিনয় করেছেন। কাজ করেছেন এমন কি গীতিনাট্যে। ১৯১৮ সন থেকে বালশোয় থিয়েটারের অপেরা স্টুডিওর প্রধান ছিলেন, পরবর্তীতে যার নামকরণ করা হয় স্তানিস্লাভস্কি অপেরা থিয়েটার।
 

সেপ্টেম্বর ২৯, ২০০৭
ফ্লোরিডা