আরো একটা দিন ~*

মাঝে মাঝে বৃষ্টি নামে
নরম জমিতে। ধানশালিক মাটির ঘ্রাণ নেয়
বাতাসে উড়ে যায় অচিন ফুলের রেণু ।
মাঝে মাঝে জল গড়িয়ে পড়ে
নক্ষত্র কাঁদে আকাশগঙ্গার পাড়ে
ছাইরঙা রাতের আকাশে-
মাঝে মাঝে।
একই নদীর দুই পাড়ে ছুঁয়ে যায় একই জল
মাঝে মাঝে এক পাড় ভেঙ্গে পড়ে
উদাসী বালুর চড়ে গড়িয়ে পড়ে
একই নদীর ঢেউ।
মাঝে মাঝে আমিও চোখ তুলি
ঢেকে যায় চোখের সামনে রঙিন পুরো শহর
হতাশা রঙ তুলির সব সাদাকালো রঙে
আঙ্গুল বাড়িয়ে তুলে নিই
ঝড়ে পড়া জীবনের আরো একটা দিন।

 

১৭.০১.০৮
কুয়ালালামপুর