*~ তোমাকে এই চিঠি ~*
মেঘ
তোমাকে এই চিঠি লিখছি Bukit Bintang-এর এক রেস্টুরেন্টে বসে রাত ১-টায়। পুরো রেস্টুরেন্টে এখন আমি আর দুজন মাত্র মানুষ।বাইরেও মানুষের আনাগোনা একেবারেই কমে গেছে।তোমাকে অনেক কিছুই বলতে ইচ্ছে করছে।আকাশে এখন চাঁদ নাকি শুধুই তারা সে হিসেব এইখানে করতে পারিনা।খুব জানতে ইচ্ছে করছে আমার চট্টগ্রাম শহর এখন কি করছে।আর তুমি? তুমি ঠিক এখন কি করছো?জানতে ইচ্ছে করছে।
মিথ্যা কথার সাদামাটা জীবনে আমরা কোথায় ভেসে চলেছি মেঘ? দিনের আকাশে… রাতের আকাশে…তুমি কি জানো? আমি জানি আমার খুব একটা চাওয়া পাওয়া নেই।বলার মতো কিছু অথবা দেয়ার মতো কিছুও আমার নেই।তবু মাঝে মাঝে অসধারণ কিছু বলতে ইচ্ছে করে সাজানো কথার বাইরে। আজ এই রাতে তোমার থেকে হাজার মাইল দূরে বসে আমার তোমাকে তেমন কিছু বলতে ইচ্ছে করছে।আমার পকেটে আছে শুধু ১০ রিনগিত আর সামনে আছে পুরো একটি মাস। এটা কি অসাধারণ কিছু…বলার মতো? হাসছো? সত্যি । আমার চিরটাকাল এই ছন্নছাড়া থাকার ইচ্ছাটাই ছিল।হতে পারলামই বা কবে বল। কতকিছুই তো আকঁড়ে ধরে চারপাশ থেকে।
আমি ঠিক করেছি একটা ব্যাগ কিনবো। পিছনে নেয়ার ব্যাগ।যেমনটা আমি ইউনিভার্র্সিটিতে নিতাম।সেই ব্যাগ কাঁধে ঝুলিয়ে একদিন বেরিয়ে পড়বো।এই দেশের আনাচে কানাচে ঘুরবো।আর দূরপ্রান্তে কোন এক রেস্টুরেন্টে বসে এইরকম তোমাকে চিঠি লিখবো।জানতে চাইবো তুমি কেমন আছো এমনি কোন এক রাত -গভীরে।
অনেক কিছুই লিখবো ভেবেছিলাম। যত্ন করে বড়সড়ো এক কবিতা।কত বড় হয়ে গেল এই চিঠি। তবু বলার মতো কিছুই লেখা হলোনা। শেষ করার আগে তাই জিজ্ঞেস করছি তুমি কেমন আছো, মেঘ? যদি পারো জানিও।
তুমি ভালো থেকো। নিজের যত্ন নিও।
নীল
কুয়ালালামপুর
মার্চ ১২, ২০০৮