ঝড়

লীমা জামান শিল্পী

 

 

জানি একদিন আমার ডায়রী তুমি পড়বে

হয়তো বা পুড়ে ছাই হবে পড়ার আগেই।

এই জীবনে লিখে রাখা ডায়রীর পাতা

কবিতার খাতা কিছু পেন্টিং যদি

তোমার কানে তানপুরা হয়ে বাজে

যেন হঠাৎ এর মতো

ভুলে যেও পলে পলে স্মৃতির মিহি বাতাস।

এ জনমে তোমাকে কবিতা শুনিয়েছি

ভাবিনি প্রতিদান।

যার মুখের হাসি মেখে আদর করে নাম দিয়েছো ঝড়।

যদি নিমেষেই মনে পড়ে যায়

তবে জেনো ব্যাকুল করা ঝড় হয়ে রবো

আকাশের গায়।