উন্মুক্তা নীলাম্বরী
 


আমি চিরন্তন প্রেমিকা আমি শ্রমণা
আমার মাটি পাথর আকাশ নমনা
কিছু আশা কিছু নিরাশা নিয়ে হঠাত
রাতের গহন অন্ধকারে মস্তিষ্কে উতপাত
ঘুম আসেনা মন মানেনা কেন আসে বারে বারে
কত ছবি নিয়ে অনাবনত দু’আঁখী এক স্বপন ভারে
কত কথা এখানে বাঁধে বাসা
কত পাওয়া কত না পাওয়া আশা
আমি বসে আধ শোওয়া আমার ভাল বাসা
আমার এই স্বপ্নপুরীর খবর কেউ জানেনা
আমি রাজেন্দ্রাণী এখানে এ’আমার একান্ত কোণা
হেথায় আছে এক ডানাকাটা শ্যামবর্ণা গোলাপ পরী
প্রেম আমার সর্বাঙ্গে – কত শুনেছি আমি নাকি পরী ও হুরী
আমি সেই কিশোরী যে চলেছিল পৃথিবীর পথে নিয়ে কিছু আশা
ছিল দীপ্ত মনে প্রতিভাকে রূপ দেবার প্রত্যয় ও প্রত্যাশা
দু’আঁখী জুড়ে অনেক স্বপ্ন অনেক স্বপ্ন নিয়ে আমি এসেছি
এতটা পথ, কিছু স্বপ্ন সম্পূর্ণা কিছু অপূর্ণা আমি শুধু হেসেছি
পাষাণ পুরীর ঐ খোলা জানালা দিয়ে আসবে ভেসে প্রাণের হাওয়া
আশা এখনও বুকের গভীরে হাসে আণত আঁখীতে তীব্র দখিনা হাওয়া
এ’লেখা তার জন্যে যে নীরবে বুঝে নেবে আমার একান্ত আপন কিছু কথা
আজ মোর জীবন সায়াহ্নে উন্মুক্ত হল অন্তরীনা আমারই আত্মাধীন ব্যথা
সপ্রতিভা, উন্মুক্তা আমি নীলাম্বরী
স্বপ্নমানবী আমি, নই হুরী পরী...

নবমিতা সেন
নাইরোবী
কেনিয়া