আজ কি আমার বিকেলগুলো,
রাখছো বুকে, অন্য চাওয়ায়, অন্য কারো?
আজ কি আমার গোলাপ বাগান, শুভ্র মায়ার শোভ ন
সকাল
ভরছে দু’চোখ, অন্য আলোয়, অন্য কারো?
আজ কি আমার তীব্র দুপুর, দীপ্র বিভায় ঢালছো বুকে,
অন্য হাওয়ায়, অন্য কারো?
আজ কি আমার অংকিত মুখ
প্রবল চেনা ওষ্ঠ চিবুক,
দিচ্ছো ঢেলে, বিস্বাদ চাওয়ায়, অন্য কারো?
আজ কি আমার রাত জাগা রাত, সমর্পণের সেই অতি স্বাদ
কাঁপন তুলে আপন হাতে,
নির্দ্বিধাতে দিচ্ছো তুলে,
ভ্রান্ত আলোয়, অন্য কোন, কষ্ট নীলে?
আজ কি আমার সন্ধ্যা-যাপন
স্বর্ণালী সুর, কণ্ঠ আপন
নিঃশেষে কেউ নিচ্ছে টেনে,
অন্য সেতার, অন্য তারে ?
যে ক’টি
ফুল শুদ্ধ প্রেমে
ক্লান্ত, কঠিন পাথর কেটে
তোমার জন্য সাজিয়েছিলো-
একটি মানুষ, জীবন ব্যেপে
আজ কি হঠাৎ ভুলের তোড়ে
সেই কটি ফুল দিচ্ছো তুলে,
করাঙ্গুলে, অন্য মুঠোয়, অন্য হাতে?
যে কটি দিন পৃথক খামে, সারাজীবন রাখবে ভরে-
এমন কথাই, অঙ্গীকারে, অষ্টপ্রহর শুনিয়েছিলে,
আজ কি তবে ফেললে খুলে
অন্য কোন বাঁশীর সুরে
অঙ্গীকারের, সে অঙ্গুরীয়?
|