আঁখীবিতা

 

একটা ছড়ার গান শুনবে?
আমাকে একটু ভালবাসবে?
দিতে
চাইনি তাও দিতে হল

দিয়ে আমার খুব ভাল লাগল
মন আঁকড়ে রেখেছিল তাকে
স্বেচ্ছায় ছেড়ে দিতে হল যাকে

তাকে দখিনা বাতাসে ভাসিয়ে দিয়ে
কবিতা আঁচল উড়িয়ে আমাকে জড়িয়ে
 

বলল "হিংসুটে কবি আমি তবে আসি?"
আমি বলি "এস তুমি আমি বাজাই বাঁশী"
কবিতা গেছে পশ্চিমে তাকে খুঁজে আনতে
কারণ সে আমাকে জানে - সে ভালবাসে যে...
 

সুপ্রতীক অরূপ