জলপাইগুড়ির দুর্গা পূজা
শুভ শঙ্কর সরকার
পূজা মানেই খুশির হাওয়া
শিউলি তলায় মেলা,
পূজো মানেই ধানের ক্ষেতে
সূর্য রঙের খেলা।
পূজো মানেই নতুন জামা
অনেক কিছুর স্বাদ,
পূজো মানে শুধুই ছুটি
ইস্কুল টা বাদ।
পূজো মানেই ঢাকের আওয়াজ
ড্যডাং ড্যডাং ড্যাং,
পূজো মানেই নতুন জুতো
ফোসকা পরা ঠ্যাং।
পূজো মানেই ঠাকুর দেখা
আলোর রোশনাই,
পূজো মানেই খুব ভালোটা
একটু খাওয়া চাই।
পূজো মানেই কাজের মেয়ের
অবাক করা সাজ,
চায়ের দোকান সেই ছেলেটার
একটু কমে কাজ।
১৯.১০.২০০৭