স্বর্গের সিঁড়ি
লীমা জামান শিল্পী

দ্রুত মুছে ফ্যালো, হৃদয়ে জমে থাকা পুরনো ক্ষত
মরচে পড়া পথের পিছুটান, পোড়াঘর বাড়ী
বরফের ম তো ক্ষয়ে যাওয়া শ্মশানচারী
আমার ভালোবাসা আমার প্রেম।
কারো কবিতার উপজীব্য আমি নই।
মিনতি করি তোমার কবিতা থেকে ঝেড়ে ফ্যালো
আমার মুখের আদল আমার বিষাদ বেদনার নি:শ্বাস।
তাহলেই অনায়াসে নির্মান করতে পারবে
নিথর আশ্রম। খুঁজেপাবে স্বর্গের সিঁড়ি
আকণ্ঠ পান করতে পারবে সরোবরের অমৃত সুন্দর।
শোক তাপ যাছিলো সবইতো ঘুমোলো
তবে কেনদ্বিধা কেন এতো মিথ্যাচার?
তুমিতো চাওনি ভালোবেসে একটি সত্যি
আগ্নেয়গিরির জন্ম দিতে।
চেয়েছো নির্মান করতে নিথর আশ্রম
খুঁজেছো স্বর্গের সিঁড়ি।