|
আলোর
পটভূমি
লীমা
জামান শিল্পী
অনবদ্য সন্ধ্যায় এখন আর আকাশে তারা খুঁজিনা
কারন কোন কিছুই মনে পড়েনা।
কোন স্মৃতি কোন দু:খ।
সবকিছু ভুলে গেছি ভুলে গেছি গোলাপের রং
স্বপ্নের মধ্যে ছিলো যার বসবাস তার প্রতিকৃতিও।
হৃদয়ে সজীব রোদের উজ্জ্বল বোধ উষ্ণ প্রেমের
সুখ সম্ভার কিছুই মনে নেই।
কারো বিষাদ মাখা মুখ উদাস দৃষ্টি অথবা
হঠাৎ পরিবর্তনের অদ্ভুত দৃশ্য? মনে পড়েনা।
নির্জন দুপুরে সুপোরী বনের ছায়ায়
বাতাসে দু:খের ঘ্রান পেয়েছি কখনো?
অন্ধকারে অন্তরঙ্গ বেদনায় জেগে
কবিতা ভালোবেসেছি? মনে পড়েনা কোন কিছুই
পেছন ফিরলে সবকিছু অস্পষ্ট, অন্ধকার
সামনে সুদিন। আলো প্রচুর আলো।
এখন আর দু:সহ স্মৃতি কাঁদেনা দু:খে
কাঁদেনা প্রেম।
|