কথিকা

 

 ~~নীল স্বপ্ন ~~

 

শেষ বিকেলের আলোয় তোমার চোখ

 

সকালের রোদ্দুর পাখির গায়ে কেমন জানি একটা অদ্ভুত ভাললাগার পরশ বুলিয়ে দিচ্ছিল। কিন্তু আমি অনুভব করছিলাম বাংলাদেশের ধূলোমাখা শীতের ভোরের বাতাসের পরশ। তোমার পাশে অনেকদিন ছিলাম না। আজকের পর হয়তো কোনদিনই থাকা হবেনা। তবু আমি কেন বুঝি না তুমি আমার কেউ নও? জানি না। সময় সময়ের হাত ধরে হেঁটে চলে। আমিও চলি।

 

আমাদের চারপাশে ঢাকার জীবন। ঢাকা ইউনিভার্সিটির কোলাহল। তবু কিছুটা সবুজের অস্তিত্ব এই ইট পাথরের শহরে। আমি তোমার চোখে চোখ রাখি।দেখ…আমি বুঝতে পারি এখনো আমার জন্য ভালবাসা ঐখানে জমে আছে।

 

সময় সময়ের হাত ধরে। এই দিন এইদিনের পরে আর থাকবে না। আমি আর তুমি সময়ের স্রোতে ভিন্ন দিকে ভেসে যাবো। তবু যে প্রশ্নের উত্তর আমি জানি, তুমিও জানো সেই প্রশ্ন আমাদের কখনো করা হয়ে উঠবে না।

 

ভালবাসার সংজ্ঞা আমি জানি না। কখনো খুঁজিও না।তবু বুঝি তোমার বুকে আমার জন্য এই ভালবাসা থেকেই যাবে।একদিন তুমি অনেক হাহাকার নিয়ে আমাকে খুঁজে বেড়াবে।কিন্তু সেদিন আমরা এতখানি দূরে থাকবো যে ঐ আকাশের তারাও আমাদের একসাথে দেখতে পাবেনা।

 

তোমার সুন্দর দুটি চোখে কখনো কাঠিন্য মানায় না।শেষ বিকেলের আলোয় সেটাই আমাকে দেখতে হলো।এই ঈদে তোমার কিছু নাটক বিভিন্ন চ্যানেলে দেখিয়েছে। তোমার চোখ, যা একদিন শুধু একান্ত আমারই ছিল সেটা সারা বাংলাদেশ দেখুক।সেই চোখ আমি দেখতে চাইনা আর।তমি হয়তো ভুলেই গেছ, আমি টিভি দেখি না।

 

তুমি ভাল থেকো।