হে দেবকন্যা

 

হে দেবকন্যা হে আনমনা

        কেন গো এমন উদাসী তুমি   

                ডাকিছে বাতাস ডাকিছে আকাশ

                        সাড়া দাও ওগো এসগো নামি

মর্তে রয়েছে কত কিছু দেখ

        নাওগো তোমার ছড়ায়ে আঁচল,

                বিলাবার তরে বসে আছে দেখ

                            স্নিগ্ধ শীতল এই ধরাতল

 

তোমার কোমল চরণ পরশে

        উঠুক ফুটিয়া শত শতদল

            দেবতার তরে কেন বসে থাকা

                        মর্তবাসীর ধর করতল

দেবতার রোষে ধ্বং হয়েছে

        কত যে জীবন কত কামিনী

            মর্তে পুরুষ ভালবাসা জানে

                গল্প গাঁথা আছে কত যামিনীর

তব হাসি মুখ চাঁদনীর মত

        বান ডেকে দিক ধরনীর বুকে

                শুনতে চাই যে প্রেমময় বাণী

                        সুরেলা কন্ঠে তব হাসী মুখে

আমি এক জন শুদ্ধ পুরুষ

        মর্তে জন্ম মর্তেই ঠাঁই

            নাহিক দম্ভ দেবতার মত

                    মিথ্যা অহং মাত্র নাই

তোমার কোমল করস্পর্শে

        ধন্য হবেগো মম জীবন

                মর্তে স্বর্গ করিব রচনা

                    এই হবে মর জীবন প

 

পুরবী গুপ্ত (বরাট)