ছোট্ট চড়াই

 

পুরবী গুপ্ত (বরাট)

 

 

ছোট্ট চড়াই উড়ে ছিলো

আমার চারিপাশে।

(ঠোঁটে) ছোট্ট কাঠি ধরেছিল

কেমন অনায়াসে।

 

চোখের ভাষায়ে বলেছিল

গড়বে প্রাসাদ নাকি।

তাইতো তোমার কাছে কাছে সকল সময় থাকি

(হেসে ছিলেম আমি)

কোন সে প্রাসা

গড়বে পাখী দেখার আশায়ে আছি।

 

(পাখী) ঘুরে ঘুরে নেচে ছিল আমার কাছা কাছি

দুঃখ করে বলেছিল

সত্যি মায়া হয়,

ছোট্ট ঘরে কেমন করে কাটাও গো সময়?

 বিরাট বৃক্ষ দুহাত তুলে ডাকে যে আমায়

ঘর করবি আয়রে বাছা

আমার কাছে আয়

 

বিরাট গাছের ডালে ডালে

কত পাখির বাসা

তবু মোরা মুক্ত জেন

(আকাশে) মুক্ত হয়ে ভাসা।

সেই গাছেরি ডালে মোদের

বিশাল প্রাঙ্গন,

সীমা পরিসীমা হীন

সেই সে অঙ্গন।

তোমার এই ছোট্ট ঘরে

নেইকো কোন ঠাঁই,

বসতে তুমি দেবে কথায়

তাই দূরে ই বসে রই

 

ভাবছি বসে সত্যি পাখি

কি যে বলে গেল,

মনের মাঝে উথাল পাথাল

কেন এমন হল।