ভালো থেকো...
শুভ শঙ্কর সরকার
আজকে আমার মন মাতানো পাগলা করা ভোর
আজকে আমার নেই কোন সাধ, আকুল বাহু ডোর।
আজকে আমার সব ছুটি, তাই নেই যে কোন কাজ
আজকে আমার চাইনা কিছুই মন ভোলানো সাঁজ।
আজকে আমার শেষেরা সব নতুন করে শুরু
আজকে আমার নেই কোন ভয় বক্ষ দুরু দুরু।
আজকে আমার পুরান ভাঙ্গা নেই যে নতুন গড়া
আজকে আমার নেইকো স্বপন নতুন রঙে ভরা।
আজকে আমার ভাল লাগার আবার হল শেষ
আজকে আমার "বেশতো ছিলাম এইতো আছি বেশ"।
আজকে আমায় বোলোনা কেউ "তোমায় ভালবাসি"
আজকে আমায় করবে ঘৃনা তোমার মুখের হাসি।
আজকে আমায় চাঁদের আলো করবে শুধুই ম্লান
আজকে আমায় কাঁদিয়ে মন হাসবে প্রেমের গান।
আজকে আমায় সব বাঁধনই মুক্ত করে কেনো!
আজকে আমায় সব কঠিনই করলো সহজ যেনো।
আজকে আমায় স্মৃতিরা সব করবে আঘাত বুকে
আজকে আমায় রাখবে সবল হৃদয় নতুন সুখে।
আজকে আমায় নতুন করে পাওয়ার আশা নেই
আজকে আমায় তেমন পাবে যেমন ছিলাম সেই।
আজকে আমি মুক্ত হলাম মেলে আবার ডানা
আজকে আমি অজানাতে ভুলে সকল জানা।
আজকে আমি ভরবো না আর রঙে সাদা কালো
আজকে আমি স্বপন আমার মুঁছবো সেটাই ভালো।
আজকে আমি ছোঁয়া ঠোঁটের নেবোনা চোঁখ বুঁজে
আজকে আমি দেখবো না আর তোমার বাহু খুঁজে।
আজকে আমি সব পেয়েছি চাইনা কিছু আর
আজকে আমি পূর্ণ সবে চাইনা নতুন ভার।
আজকে আমি কাঁদছি হাঃ হাঃ নয়কো চোঁখের জল
আজকে আমি ধুয়েছি সব এটা চোঁখের ছল।
আজকে শুধু একটা চাওয়া বোলোনা আর দিতে
সবই ছিলো তোমার যেগো পারলে নাগো নিতে।
আজকে তুমি হেসো না আর মন ভোলানো হাসি
শুনবো না আর পাগল করা "তোমায় ভালো বাসি"।
১৭.১০.২০০৮