নতুন বছর ছাড়াই তুমি 'নিত্য নতুন' আমার কাছে- সেই কথাটি হয়নি বলা- অথই প্রেমের অন্ধ আঁচে। উড়ছে আলো, উথাল পাতাল- নতুন বছর, ধুম তোমার জন্য যাই রেখে যাই, সেই পুরাতন চুম! নতুন বছর- সবার জন্য, হয়তো নতুন মেলা আমরা দুজন- দেই পাড়ি দেই, সেই পুরাতন ভেলা। নতুন বছর, নতুন আভায়- হয়তো মানুষ জাগে- আমার তুমি, একই থাকো- যেমন ছিলে আগে! কেউ জানেনা আমার বুকে কোন সাজেতে সাজো, কেমন আকুল সেতার হয়ে- প্রবল সুরে বাজো। কেউ জানেনা পাখীর কন্ঠে- কেমন সুখের শীষ- কী কারণে তোমায় পাঠাই-নিত্য শুভাশীষ। নতুন বছর, নতুন সকাল- যতোই আলোয় ভরে- আমরা দুজন একই থাকি- রোদ,বৃষ্টি, ঝড়ে। |