কাব্য কণিকা

সুপ্রতীক অরূপ


এখনও তারে চোখে দেখিনি শুধু হাসি শুনেছি...
আত্মা সহ যাহা ছিল সব দিয়ে ফেলেছি...
শুনেছি সে শ্যামলী কাল
কস্তুরি সে ছড়ায় ভাল
দেখিতে তারে মনের মাঝেতে ডুব দিয়েছি...
 

***
একবার মন যা' জন্ম দিয়েছে তা' পৃথিবীর আলো দেখবেই...
দরজা জানালা ভেজাও যতনা আকাশ তোমাকে খুঁজবেই...
স্বপ্নগুলোকে লালন কর অভীষ্টের উদ্দেশে তারা সত্যি হবেই...
একদিন তাই ঠিক দেখে নিও তুমি সত্যের ভোর হবেই...