আন্তর্জালে বাক্যালাপ

নবমিতা

আজ বৃষ্টি’ধারা কান্না দেখে মনে পড়ল তোমার
অশ্রু ভরা বান ডাকা আজ এ’দুটি চোখ আমার
আমার ব্যাথার কাজল মেখে লুকিয়ে ছিলে মুখ
বৃষ্টিধারার কান্না দেখে আড়ালে থেকে পাও সুখ

কবিঃ

কার পরে অভিমান করে বসে আছ কন্যা
কেন এ’ অঝর ধারা কেন এই আঁখী বন্যা
বৃষ্টিজলে ধুয়ে গেছে সকল মলিনতা
উজল আলোয় তোমা’তরে এ' কবিতা
আর কান্না নয় - নয় কোনও দুঃখ
মাটী আজ পেলব - নয় আর রুক্ষ


নবমিতা

 

বুঝিনা কিছু... জানিনা যাও...
মন ভাল নেই... কেন কাঁদাও

কবিঃ

 

আজ মনে ভরে নাও আলো হাসি গান
পাখীরা এসেছে আজ শোনাবে কলতান
ডানা মেলে উড়ে যাও ওদের পাশে
মন খুলে হেসে নাও বাঁচার আশে...

নবমিতা

 

অপরূপ তুমি – আজ আমি ধন্য
আমার সব দুঃখ আজ ঐ বৃষ্টিজলে
ধুয়ে গেছে - তুমি প্রাণ্ময় তুমি অনন্য
পৌঁছে দিলে তুমি মোরে সুখের কোলে

কবিঃ

 

প্রকৃতি ধন্যবাদ জানায়না জানায় মানবী মন
শুনে খুশী হলাম দুঃখ যেন না করে জ্বালাতন
মিতা তুমি কি কর? জানতে চাওয়ার ইচ্ছে হল
উত্তর দেবার ইচ্ছে হলে প্রাণ খুলে তা' বল
তোমার কি বাংলা পড়ার অভ্যাস আছে
তবে বলি কি বাংলাকে আরও টান কাছে

মিতা তুমি নীরব আজ ক’দিন হল
কবিকে কি অযোগ্য বন্ধু মনে হল
কবিতা ভালবাস কিনা না জানালে
এর পর তুমি কিন্তু ভাষান্তরিত হলে...

নবমিতাঃ

 

কবিতা খুউউউব ভালবাসি - চাই তাকে
আধুনিক কবিতা বুঝিনা - আবল তাবল
রবি বাবু’র প্রতি প্রেম সেই ছোট্ট বেলা থেকে
আপনিও কি রবি’র কিরণে উজল

কবিঃ

 

আমিতো রবি ঠাকুরে মজে আছি সেই কোন আদিম যূগ থেকে
আজও পাইনি অত আধুনিক কবি পৃথিবীর পথে হেঁটে হেঁটে
পারলে সবই করি - লিখি - শুনি - পড়াই – পড়িও কবিতায়
কবিতা আমার প্রেম, লেখা নিয়ে ডুবে থাকি মানস প্রেমিকায়

নবমিতা

 

আমি কি করি – আজ থাক সেই কথা
ভাল আছি - মনে নেই আর কোনও ব্যথা
তোমার কথা বল
আরও কবিতা লেখ

কবিঃ

 

আমি কিন্তু আমার আরেকটা প্রশ্নের উত্তর পেলামনা...বলবে না !
গান গাও? গান ভালবাস? কবিতাকে চাও? তবে না বলে পারবেনা...
খুউব আড্ডা মারতে ইচ্ছে করছে...
তোমার সাথে গল্প করতে মন চাইছে...

নবমিতা

 

আড্ডা মারার মত আর কি কিছু আছে... আমার প্রিয় সখ...
সময় দৌড়ে পালিয়ে যায় - কাজ পড়ে থাকে দিন শেষ ইস্তক...
আড্ডা বাজ মানুষ যদি মনের মত হয়
তবে কর্মনাশা বলে আছে আমার পরিচয়

কবিঃ

 

মনের মত কেউ কি করে হয়
একটু কাছে আসতে যে হয়
আড্ডা'র প্রতিশ্রুতি প্রাণ ভরে
তার পরে তো কাছে দূরে...

নবমিতা

 

সেই মেয়ে বেলা থেকে রবি বাবু’র প্রেমে পড়ে আছি
স্বীকারিলে তিনি, প্রেমাঙ্কনা আমি হই তার প্রাচী
হা হা হা করে প্রাণ খুলে হাসি আজ কতদিন পরে
হে কবি হাসালে আজ প্রাণে দিলে সুবাতাস ভরে...

কবিঃ

 

এ’ যেন দূরে থেকে নদীকে ডাকা
পাড়ের বাটে শুখনো পায়ে বসে থাকা
জলের কাছে নেমে এস আরেকটু পথ, পাবে অনেক বিশ্রাম
আড্ডা তৃষ্ণা মিটবে তোমার পাবে কথায় ও কবিতায় বিরাম

নবমিতা

 

জানি জানি কবি কবিতায় চিত্ত মোর স্নানিলে আজ
মন থাক এই স্নিগ্ধতা নিয়ে নেই আর কোনও কাজ...

কবিঃ

 

তবে তাই হোক হে সুন্দর হে মোর নব মিতা
আজ হতে তুমি হলে এ’কবির অনন্য সুমিতা...
 

 

অনাম্নী স্বাক্ষর