অরণ্যের দিন রাত্রি
সুন্দর তুমি অন্তরে
সুন্দর তুমি বাহিরে
অসুন্দরের খোঁজে আজ কেন
মন আজ অতি চঞ্চল যেন
সুন্দরের পূজারীর মন-অরণ্যে পাখী ডাকুক
বুনো ফুল ফুটুক দিন রাত্রি হতে থাকুক
খাদকের কোনও কাজ নেই সেথা
জানি এ' লেখাই আজ খাদ্য হেথা
সুন্দরের অরণ্যে পশু রাজ করে
সে' নিয়মের ভানে হিংসা না করে
জংগলের তিন চতুর্থাংশ সুন্দরের রাজ
এটাই অরণ্যের সন্তুলিত রূপের সাজ...
অনাম্নী স্বাক্ষর